হে জ্যোতির্ময়/মণিদীপা নন্দী বিশ্বাস
হে জ্যোতির্ময়
মণিদীপা নন্দী বিশ্বাস
--------------------------
দু'হাতের তালু থেকে গড়িয়ে পড়ছে
বিষন্ন রক্ত ফোঁটা। দু'চোখ যন্ত্রণাহীন
মাথা পেতে আছি শান্তি কর বরিষণে
স্বেদ বিন্দু ফুটে উঠেছে কোন আকাশের নীচে!
যেখানে ঘৃণা দলা পাকিয়ে উঠছে ধোঁয়ার পিছনে
আসন্ন ঝড়,নিভেছে আলো একে একে
সকলে ফেরে, সন্ধ্যা ঘনায়,পায়ের বুড়ো
আঙুল নড়ে উঠল বুঝি!দৌড়ে আসে ছুঁয়ে
ছুঁয়ে টেনে নামাবে সে যন্ত্রণা বিদ্বেষ গুলো
বাইবেল স্পর্শ করে। শান্ত হয়না জেরুজালেম
সে পবিত্র ভূমির চুনাপাথরের কোন পাহাড়
রচনা করেছিলেন প্রভু! প্রত্নতত্ত্ব খুঁজে
খুঁজে সমাধির আড়াল। পাথর সরানো
মাটিতে আজও সবুজ পাতার ফাঁকে
সন্ধ্যামণি ফুটে আছে
জ্যোতির্ময়ে তৈরি হয় পথ আলোর আলো
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴