হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে/অমিতাভ দাস
হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে
অমিতাভ দাস
হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে
চোখে জল আসে, সামনে অসীম শূন্যতা
কেউ নেই, কিছু নেই
অথচ অনেক বছর আগে মধুর মতন যে আলো জলের উপর ঠিকরে পড়ত, মধুমতী নদী
পাশেই সবুজ রঙে মোড়া বড় সাহেবের বাংলো
যারা এখন ডাকবাংলো নামে চেনে
অযত্নে পড়ে আছে বাড়িটা
বাড়িটার বাগানে শত শত প্রজাপতির
রঙ বেরঙের পাখনা উড়ে বেড়াত
বাড়িটার ভেতরে তোমার ছবি 'যীশু।'
বড়দিন- সমবেতপ্রার্থনা, সুসজ্জিত ঘর, মোমবাতি, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, বেলুন, কার্ড, উপহার, কেক, বিশ্বমানবতা আর শুভেচ্ছার রাত
আজ মধুমতি নদী, বড় সাহেবের বাংলো, রঙিন প্রজাপতি নেই
ঝলমলে রেস্তোরা, হাইরোড, আলো, ইংরেজি গান, মদ, উদ্দাম নাচ কিংবা হতে পারে "থ্রী চিয়ার্স ফর স্ট্রিপটিজ" লেট্ নাইট ঘরে ফেরা -
হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে
চোখে জল আসে,
সামনে অসীম শূন্যতা
কেউ নেই, কিছু নেই
ঘরে শুধু ক্রুশবিদ্ধ তোমার ছবি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴