হারানো নদী আর অরণ্যের কাছে/মণিদীপা নন্দী বিশ্বাস
হারানো নদী আর অরণ্যের কাছে
মণিদীপা নন্দী বিশ্বাস
--------------------------------------
চাপড়ামারির অরণ্য পথ এত শূন্য, রুক্ষ!
সবুজ হারানো। দুপাশে গাছেদের জমি
পুড়ে গেছে লালচে গোধূলিতে, ধূসর পাতাদের মাঝখানে হারিয়েছে প্রাণ সার সার রবার গাছ। ..কয়েকজন তবু উঁকি দেয় বিষণ্ণ দুপুরে,
মেঘের ভিতর লুকোনো মুখ।...পাহাড় শরীর ফেটেছে
ডিনামাইটে ঝুরো পাথুরে শুকনো ধুলোর দল
জড়িয়ে আছে গাছেদের। ঝরণা কেঁদেছে শুধু...
# # #
ওরা ছুটছে গাড়ির চাকা এঁকে বেঁকে
ভিউ পয়েন্ট থেকে ঝালঙের দিকে,
নীচে নামার অরণ্য পথ পেরিয়ে
নদীর গানে কান পেতেছি
সবুজ স্তরের অন্য পাড়ে তখন অনন্ত বাতাস...
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴