হলকা/মনীষিতা নন্দী
চাঁদিফাটা রোদে আগমনী সুর বদহজম তোলে
কাশবনে সাদায় খুব ভার এবার
নুয়ে পড়ছে হলদে চাঁদ
আজকাল জ্যোৎস্না মেখেও কালশিটে ঢাকে না
শেফালী পাতায় গর্মি খেলছে গরমিলের খেলা
গ্রীবা গলায় কেমন লাল লাল ছোপ
এস্রাজের বেসুরো ঝালাপালায়
রাতগুলো ঢেকে দেয় মুঠো ভরা ক্যালিফস
মাথা ফুঁড়ে উপচে পড়ে ঘর্মাক্ত ব্যথা
একঢাল কালো থেকে এখন গুটিকয়েক অবশেষ
চুল বাঁচানো, সুর বাঁচানো, ঘর বাঁচানো,
থেকে থেকে মান বাঁচানো,
কান্নাভেজা মধ্যরাতের বাঁচানো বিছানা বালিশ,
সবটুকু জুড়ে লেলিহান হাসে বিপ্লব, টাকার সমভূমি,
হাসে শিথিল শরীর মনের ধাক্কা চাবি
একটু আগেই স্নান হ'ল
ঠোঁট থেকে মরে গেছে সাবলীল
দুধ সাদা হাসি কলতান
সারাদিনে চূড়ো ক'রে বাঁধা সম্ভ্রম থেকে
আবারও খসছে একটু একটু স্বেদজ্বলা ভোর।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴