স্মৃতি/গায়েত্রী দেবনাথ
স্মৃতি
গায়েত্রী দেবনাথ
============
মাঠ বরাবর শিকড়ের প্রতিফলন
হাত ছুয়ে দু- পা এগোলেই ময়ূরের পেখম
ভীরু স্পন্দনে জেগে ওঠে
অলস নিদ্রার সজল ছায়া
প্রয়াতদের স্মৃতি খুঁড়ে ফিরে
এ গাঙে ও গাঙে ডুবে
ধূ ধূ চরায় ঝুড়ি নামানো সন্ধ্যা
আ্যলবামের কোলাজে হারানো স্বপ্ন
আশীর্বাদি ফুল শোনায় গীতবিতানের ছন্দ
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴