সোহাগ কথা/শ্রাবণী সেন
সোহাগ কথা
শ্রাবণী সেন
আকাশটা বড় বেশি নীল নাকি মেঘলা ছিল আজ
সোহাগ জানে না!
ক্ষেতের কাজে আর ঘরকন্না সামলে
আকাশ দেখার সময় কোথায়!
তার ওপরে ছোট খুকিটা
জ্বরে ভুগে কাহিল যেন!
তবু ওর ক্লাস ফোরে পড়া ছেলে চাঁদ ছুটে এসে বলে
- মা গো, চল চল জোৎস্নাকাকিমার টিভিতে
দেখাচ্ছে গো, চাঁদে নামছে চন্দ্রযান!
সোহাগ ছুটে চলে - চন্দ্রযান! চাঁদে যাবার গাড়ি!
ওই তো ঘুরে ঘুরে একটু একটু করে
চাঁদের মাটি ছুঁলো গাড়িটা!
ওই তো ওই বাবুরা হাসছে
যারা পাঠিয়েছে ওই গাড়িটাকে চাঁদের মাটিতে!
সোহাগ আজ এবার আকাশ দেখে
চাঁদের মাটিতে যদি এদেশের মানুষ যান পাঠাতে পারে
তবে সেও পারবে ছেলেমেয়ের পেটে ভাত দিতে,
ওদের ইস্কুলে পাঠাতে, পারবেই...
আজ আকাশটা খুব বেশি নীল...
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴