সোঁদাগন্ধী বসন্ত
সোঁদাগন্ধী বসন্ত
উমা দত্ত
--------------------
বসন্তের আধো আধো আদুরে আবেদন
ছড়িয়ে পড়েছে জানালার কাঁচে
বসন্তের স্নিগ্ধতায় জাদুকরী মুগ্ধতা
ভরে গেছে ঘরের প্রতিটি কোণে
কুয়াশার রেশমি চাদর ভেদ করে
স্বচ্ছ শিশির ফোঁটায় ঝরে পড়ছে
অদৃশ্য আশীর্বাদের মাধুকরী মাদকতা
বাষ্পবিহীন দখিনা বাতাস
অদ্ভুত মনকাড়া আমেজে আঘাত হানছে
গাছ গাছালির আনাচে কানাচে
ভোরের আদুরে রোদ্দুর
তার সোনালী চাদর বিছিয়ে দিয়েছে
সবুজ মখমলি উঠোনে ---
বসন্ত ভোরের নির্মেঘ আকাশে
পরিযায়ী পাখির নিজস্ব পাখিজ সুরের বন্দিশ--
মিঠে হিম হিম বসন্তের অস্ফুট
কুয়াশার মাধুকরী বাতাসে
শিমুল পলাশের সোঁদা গন্ধী প্রলেপ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴