সেই ছেলেটাকে ডাকে বসন্ত বাতাস/মণিদীপা নন্দী বিশ্বাস
কবিতা/অনিন্দ্য কে মনে রেখে
-----------------------------------
সেই ছেলেটাকে ডাকে বসন্ত বাতাস
মণিদীপা নন্দী বিশ্বাস
অনিন্দিত তুমি,শালপ্রাংশু!
হঠাৎ মেঘের ভিতর নক্ষত্র ডুবে যায়
যেমন,যেভাবে মেঠো ইঁদুরকে
শিকারী চিল শিকার করে ঠিক
তেমনি করেই ফুল খসে যাওয়ার
মতো ঝরে গেলে...অজস্র অক্ষরে
ধূসর মেঘ জড়িয়ে যায়, দু'কানে
বাজে যান্ত্রিক উদগ্র শব্দ, কিছুতেই
থামেনা আর মনখারাপের রাত
ফুটে ওঠা অজস্র আমের মুকুল
আমার ভেনেস্তারার সবুজ লতানে
জড়ানো হাত কে যেন ছিঁড়েছে টেনে
প্রাণহীন স্তব্ধতা ওড়ে বাগানের
শুকনো ঝিরঝিরে হাওয়ায়
সেই ছেলেটার দু'হাতে শ্বেত পদ্ম
ছিল, লাল রঙের মন ছিল বিরাট
গাছের মতো, সে সব ফেলে উদাসী
বসন্ত পথে মহারাজ চিহ্ন
রেখে চলে গেল ! প্রাণে তখন
শূন্যতার বসন্ত গান...ফিরে আসতে বলে ডাকে
------------------------------------
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴