সুবর্ণচাপার গন্ধ/উমা দাস সরকার
সুবর্ণচাপার গন্ধ
উমা দাস সরকার
সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে ঘরে ঢুকলেই ভেসে আসে ধূপের গন্ধ। কোনো কোনো দিন তার সাথে মিশে যায়
প্রদীপের সলতে পুড়ে যাওয়ার মায়াবী গন্ধ। মা বলে "ইসসস্ আজও প্রদীপের বুকটা পুড়ে গেছে! হয়তো সন্ধ্যাপ্রদীপটা জ্বেলে বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়েছিল!"
আমাকে এই গন্ধটা জন্মান্তরের কথা মনে করিয়ে দেয়। তারপর আসে কিছু অপেক্ষা মেশানো মুখ।মায়ের মুখ আমাকে দেখে সহসাই জ্বলজ্বল করে।তারপর আাসে সারাদিনের অনেক রকম অভিযোগ, আবদার।
সমস্ত এই রহস্যময় গন্ধের সাথে মিশে যায়। ঘরে ঢোকার আগ মূহুর্তে যে ক্লান্তি শরীরকে আঁকড়ে ধরছিল নিমেষেই বাষ্পীভূত হয়ে গেল এই ভালো লাগার বাতাসে। ভালো থাকবার জন্য প্রস্তুতি রোজকার তবুও সংসারে এই ছোট ছোট কিছু খুঁজে আঁকড়ে থাকাটা একটা আর্ট। শুধু মুখের একটু হাসি, নম্র দুটি খোঁজখবর। সাধ্য কি নষ্ট করে নির্মল বাতাস।অহেতুক "আরো কিছু আরো কিছু" মনের এক অদ্ভুত উৎপীড়ন থেকে বেরিয়ে মায়ের কাছে গিয়ে বসি।আমার দুহাতের মুঠো ভরে যায় "সুবর্ণচাপার"গন্ধে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴