সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
30-June,2024 - Sunday ✍️ By- কাঞ্চন রায় 267

সুইসাইড নোট/কাঞ্চন রায় বণিক

সুইসাইড নোট 
কাঞ্চন রায় বণিক 

বাবার চোখের দিকে চোখ রেখে 
সেই কবে কথা বলেছি 
মনে পড়ে না।
নদীর ধারের শেষ এক বিঘের মালিক এখন নাসিরচাচা। 
আমার জনমুজুর বাবার 
শেষ সম্বল ছিল।
বাবা জমি বিক্রির টাকার সবটাই মা আর বোনের সামনে 
আমার হাতে তুলে দিয়েছিল।
মা একরাশ উৎকণ্ঠা নিয়ে বলছিল,
হ্যাঁ রে, তোকেও টাকা দিতে হবে? 
তুই না পড়াশোনায় বরাবর প্রথম হয়ে এসেছিস?
কিছু বলতে পারিনি মাকে ,
বলতে পারিনি হ্যাঁ,মা হ্যাঁ,
আমি চাকরির পরীক্ষাটাও 
ভালো দিয়েছি। 
আসলে টাকাটা খুবই 
দরকার ছিল ওদের। 
সমাজসেবার জন্য অনেক 
টাকার প্রয়োজন।
অনেক টাকা, অনেক সেবা,
অনেক টাকা অনেক চাকরি!
টাকা ছাড়া হবে না।
তবুও ওরা বলছিল, 
তুই ভালো ছেলে বলে 
অর্ধেক টাকায় চাকরিটা করে দিচ্ছি।
আর একমাস অপেক্ষা কর, চাকরি তোর বাঁধা।
অপেক্ষা, আর অপেক্ষা।
একমাস কত আলোকবর্ষ দূরে,
কতটা অপেক্ষার শেষে 
একমাস পূর্ণ হয় বাবা?

ক্ষমা করো বাবা,
তোমার চোখের দিকে চোখ রেখে 
কথা বলতে পারছি না আমি।

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri