সাহানুর হক -এর আলোচনায় বিপুল আচার্য -এর বই 'সন্ধ্যার পাখি'
সাহানুর হক -এর আলোচনায় বিপুল আচার্য -এর বই 'সন্ধ্যার পাখি'
বহুগুণে সমৃদ্ধ দিনহাটার সবচেয়ে পরিচিত নামগুলির মধ্যে একজন হলেন বিপুল আচার্য মহাশয়। একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক ও সর্বোপরি সুদক্ষ সম্পাদনার (শব্দ পত্রিকা) দায়ভার কাঁধে নিয়ে তিনি তাঁর দুরন্ত স্বপ্নের দিকে এগিয়ে চলেছেন সময়ের কাল দন্ড হাতে। বহু পত্র পত্রিকার মাধ্যমে পাঠকদের দীর্ঘকাল নিয়মিত উপহার দিয়ে চলেছেন চমৎকার সব সৃষ্টি। কয়েকদিন আগে তাঁর সেইসব কবিতাগুলির থেকে বাছাই করা কিছু কবিতার একটি কবিতা সংকলনও প্রকাশিত হয়েছে জানতে পেরেছি সমাজ মাধ্যমে। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সেই বিষয়টি আরেকদিন আলোচনা করা যাবে না হয়।
কবিতার পাশাপাশি বিপুল আচার্য মহাশয় ইতিমধ্যেই দুটি উপন্যাস লিখে ফেলেছেন। বছর দুয়েক আগে লিখেছেন বর্তমান সময়ের উপর লেখা তাঁর দ্বিতীয় উপন্যাস "সন্ধ্যার পাখি"। অনেক আগেই একটানে পড়ে ফেলেছিলাম কাল্পনিক বহু চরিত্র মিশ্রিত বাস্তবতার নিরিখে লিখিত সেই উপন্যাস "সন্ধ্যার পাখি"।
আজ ছুটির দিনে পুনরায় সেই উপন্যাস একবার পড়তে মন চাইল। পড়তে বসে মনে হল কিছু ভালোলাগা জানিয়ে রাখি লেখক ও তাঁর যথা সম্মানিত এই লেখা সম্বন্ধে। যদিও খুব বেশি বলার সাহস কারোরই থাকে না এত চমৎকার একটি বাস্তবধর্মী উপন্যাস পড়ার পর। তবুও পড়তে পড়তে বুঝে উঠি জীবনে হাসি-কান্না-লাঞ্ছনা-সুখ-দুঃখ ও যন্ত্রনার মানে যা লেখকের চারপাশের দৃষ্টিভঙ্গির দুর্দান্ত ও চমকপ্রদ এক চিত্রকল্প। সত্যি বলতে উপন্যাসের নামকরণেই যেন রয়েছে বইটির সার্থকতা। লেখক এখানে দেখানোর চেষ্টা করেছেন সন্ধ্যার পাখিরা ঘরে ফেরার সময়টিতে সমাজের অনেকের বাস্তবের জীবনেও যেন একইভাবে সন্ধ্যা নেমে আসে। অতঃপর দিনশেষে সকলের জীবনে কে কী পেল, কতটুকু ক্ষয়ে গেল, কতটুকুই বা থাকল অবশিষ্ট এরই এক সংক্ষিপ্ত উপাখ্যান লেখক রচিত উপন্যাস এই "সন্ধ্যার পাখি"।
তাই আজও মুগ্ধতার নামটি দিলাম 'সন্ধ্যার পাখি'। নিস্তব্ধতা এখনও ছেয়ে আছে আমার চারপাশে। ছেয়ে থাকবে দীর্ঘক্ষণ অনিবার্যভাবেই। সামান্য পাঠক হিসেবে এরকম একটি বাস্তব জীবনের উপন্যাস নিশ্চয়ই আমার মতো সকলেই চাইবেন পড়তে এবং পড়তে পড়তে মুগ্ধতার কীর্তনটি গাইবেন, এই উপলব্ধিটুকু রেখে গেলাম। আপাতত শতকোটি শুভেচ্ছা বিপুল আচার্য মহাশয়কে। "সন্ধ্যার পাখি" অনেক অনেক সমাদৃত হবে, ক্ষুদে পাঠক মহল নিশ্চয়ই একদিন খুঁজে নেবে সেই ঠিকানা।
উপন্যাসের নাম: সন্ধ্যার পাখি
লেখক: বিপুল আচার্য
প্রকাশক: অক্ষরবিন্যাস
মূল্য: ২০০.০০ টাকা
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴