সাক্ষাৎকার/অর্পিতা মুখার্জী চক্রবর্তী
সাক্ষাৎকার
অর্পিতা মুখার্জী চক্রবর্তী
আমি নামে খুব কাছের এক নদী
মনচোরা স্রোত শব্দ সঙ্গোপনে,
বহমানতায় নিজের সঙ্গে কথা
তবুও ফাঁকি, তবুও আড়াল বোনে..
আমি নামে খুব কাছের এক বাস
উঁকি দিলেই স্পষ্ট অলিগলি,
তবুও কখন কুহেলিকায় মন
আবছায়া এক ধূসর পথে চলি..
আমি নামে খুব চেনা এক তরু
ছড়িয়ে শাখা স্বপ্ন মেলে ডানা,
মন অতলের কোন অজানার ঘায়ে
ভাঙতে তাকে বিষের কুঠার হানা..
আমি নামে সার্সিতে এক পাখি
হাত বাড়ালেই উড়োচিঠি হয়ে,
নিষেধ বাধা তুচ্ছ মনের পাখায়
ভুল ঠিকানায় অনন্ত যায় ছুঁয়ে..
আমি নামে আমার ভেতর ঘরে
অচেনা আর অজানা যে আমি,
মন সায়রে পানকৌড়ি ডুব
অতল ছুঁয়ে খুঁজতে তাকে নামি..
আমি নামে বিবাগী মনমাঝি
বৈঠা বেয়ে শোনায় কত কথা,
স্মৃতির ভিড়ে মিশিয়ে নতুন ছবি
নৌকো ভরে সাজায় জীবনগাথা..
আমি নামে মুঠো ভরা আলো
সবকিছুতে ভালো খুঁজে ফেরে,
মনের আঁখি বিশ্বাসে দীপ জ্বালায়
এক জীবনে অজস্রবার হেরে..
আমি নামে খুব চেনা সে মন
অলিন্দ ছেয়ে মায়ার কুঠুরি জুড়ে,
প্রিয় নামগুলি লেখা থাকে সারে সারে
শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসায় মুড়ে..
আমি নামে চিরচেনা এই নিজে
যুক্তিবোধে হার না মেনে বৃথা,
মুক্ত মনে চেনা আমায় ছুঁয়ে
মন বলে যা শুনি মনের কথা..
মন নামে যে আরশিনগরখানি
খুব কাছে তার নিজের সঙ্গে দেখা,
নিভৃত এই চেনা-না চেনার ভিড়ে
গভীর ছুঁয়ে আমার আমি একা....
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴