সাঁকোটির কথা মনে আছে আনোয়ার/বনানী গোস্বামী
সাঁকোটির কথা মনে আছে আনোয়ার
বনানী গোস্বামী
কবির কলমে এমন স্পর্শকাতর শব্দমালা সতত স্মৃতি মেদুরতা আনে বাংলার আপামর জনমানসে।পড়ে দীর্ঘশ্বাস। অসহনীয় ঠেকে এপার ওপার ভেদে।তবু এই অপার বাংলা মনে রাখে---
-"...এতো কিছু গেল সাঁকোটা এখনো আছে/ওপার এপার স্মৃতিময় একাকার "।
সে স্মৃতি বড়ো মধুর। বড়ো সুখের।- বাংলা তো বাংলাতেই। শুধু বিভাজন মাটিতে, মননে নয়।
অপার বাংলার প্রকৃতি শস্য শ্যামলা। নদী,পাহাড়,জঙ্গল ‐‐এ তিনের সুচারু মেলবন্ধনে রুপ যেন তাঁর ঠিকরে পড়ে । কত শত জনপদ,কত ভাষাভাষী মানুষ! ভিন্ন আচার,ভিন্ন সংস্কৃতি, রকমফের পার্বণ সারা বছর ধরে, যেন বারো মাসে তেরো পার্বণ।শিল্প সংস্কৃতির নিখুঁত পরশ মেশানো প্রতিটি পার্বণ‐-- যেখানে সবার মিলনে উৎসব হয়ে ওঠে আনন্দ মুখরিত। ভিন্ন জনপদ গুলোর সংস্কার-সংস্কৃতির মধ্যেও রয়েছে স্বতন্ত্র ঐতিহ্য, মূল্যবোধ যা মাথা উঁচিয়ে রাখে। এ হেন মিলনোৎসবে সবাই সামিল হয়--- সমতা, মৈত্রী, একতার একসূত্রে; একসাথে বেঁধে বেঁধে চলাতে । এই বাংলার সৃজনশীলতায় সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে কত শত গুনীজনের নাম---- মাইকেল মধুসূদন দত্ত,রবীন্দ্রনাথ ঠাকুর, অতুলপ্রসাদ,নজরুল ইসলাম, শামসুর রাহমান, সুনীল গঙ্গোপাধ্যায়, মাহমাদুজ্জুমান বাবু,জীবনানন্দ দাশ ,অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রমুখ স্মরণীয় এ সাহিত্য সংস্কৃতির চাষবাসে--- বাংলাকে ভালোবেসে ,বাংলার সংস্কৃতি তে কৃতিত্ব রেখে বাংলা ভাষা কে ভালবেসে।
' বাংলার ক্ষেত-মাঠ নদী ভালোবেসে/রাঙামেঘ সাঁতরায় অন্ধকারে '
আহা কী অমোঘ টান!
'.....আমি বাংলাকে ভালোবাসি
তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি............
যা কিছু মহান বহন করেছি বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় '
এই বাংলা আমার বাংলা। আমার ভাষা--মাতৃভাষা। আমি গর্ববোধ করি,মাথা উঁচিয়ে।
কোথাও যেয়ে একাত্ম হয়ে যাই কারণ-- 'বাংলা প্রাণের টান '। যথার্থ তিনটে শব্দ। এ মায়াবী বাংলার আকাশ, বাতাস, নদী, মাঠ, ঘাস, পাহাড়, আমাদের মায়াজালে বেঁধে রাখে। এ মাটিতে জনমের সার্থকতা এখানেই। বাংলার আকাশে, বাতাসে ধ্বনিত হয় '.....বাংলা ভাষা উচ্চারিত হলে --
নিকোনো উঠোনে চড়ে রোদ
বারান্দায় লাগে জোৎস্নার ছন্দন
.........................................
অন্ধ বাউলের একতারা বাজে
উদার গৈরিক মাঠে '
এভাবেই এপার ওপার বাংলা একাকার হয় অপার বাংলায় । এ বাংলা ও বাংলা ভাষা যাঁদের লালনে আজ ও বিশ্বের দরবারে সম্মানিত ;এবং যে বীর শহীদদের রক্তে রাঙানো এই ফেব্রুয়ারি বাংলার বুকেও দাগ কেটে আছে তাঁদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ না করলে এ লেখার সার্থকতা আসে না!! সমস্বরে আমিও বলে উঠি - আমি বাংলাকে ভালোবাসি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴