সর্বহারা/তপেন্দু নারায়ণ রায়
সর্বহারা
তপেন্দু নারায়ণ রায়
দশতলায় হেঁটে চলে বিলুবাবুর নাতি
ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট আর কমদামি চপ্পল
শ্রমিকের সাজ
অট্টালিকা মাথা তোলে অবিরাম
তার গায়ে বিন্দু বিন্দু ঘাম
কথা বলে ফেলে আসা অতীত
হারানো জমি-জিরেত, নয়া বর্গাদার
ভাঙাচোরা ডারিঘর
দেখা দেয় বিঘে বিঘে জমি আর বিলু জোতদার
গোরু-মহিষের দল দশ বিঘে পুকুর
গোলাভরা ধান বিষহরি গান
কালে কালে শেষ হয় সবকিছু
ধান হারায় মান হারায় বিলু জোতদার
নাতি আসে সমকালে, লিখে যায়
সর্বহারার নতুন খবর!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴