সর্বংসহা/পার্থ সারথি চক্রবর্তী
সর্বংসহা
পার্থ সারথি চক্রবর্তী
সেদিনের আবছা আলোয় তোমায় দেখেছিলাম
তখন সন্ধ্যা নামছে।
আর, সবাই দ্রুত বাড়ি ফিরবে ব'লে
হাত ফাঁকা করছে ।
আকাশ কালো,ঈশানকোণে মেঘ জমছে।
তোমার কিন্ত কোন তাড়া নেই,
ধীর স্থির। ঠোঁটে একচিলতে হাসি।
কে দিব্যি দিয়েছে তোমাকে হাসতে
সব কষ্ট লুকিয়ে, বুকের ভাঁজে
চারভাঁজ করে রেখে দিতে!
হয়ত কেউ না! তবু আছ সব ভুলে
কর্তব্যে অবিচল! দুঢ়চিত্ত।
একদিন তোমার কাছে জানব ঠিক
কীভাবে তুমি সেবা করো রোগীদের
একের পর এক, অম্লানবদনে!
শুনব বসে, কখনো কি তোমার ব্যথা হয়না!
গল্প শুনব বলে রোজ আসি, তাকিয়ে থাকি
একমনে, বলা হয়না!
মা বলেন, মায়েরা এমনই হয়!
সর্বংসহা! মাতৃরূপেণ সংস্থিতা।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴