সরকারি চাকরি/অমিতাভ দাস
সরকারি চাকরি
অমিতাভ দাস
বাবা চাইতেন একটা সরকারি চাকরি।
একমাথা সাদা চুলে
প্রায়ই বারান্দায় চায়ের কাপে চুমুক দিয়ে বলতেন -
শুনছ - তোমার আর দুঃখ থাকবে না
তোমার অনেক দিনের শখ আলাদা ঠাকুরঘর হবে
বাবাইয়ের চাকরি হলেই সব হবে
বাবার সামান্য বেতন, নুন আনতে পান্তা ফুরোয়
মা বাবাকে বলতেন, বাজার থেকে
ছোট মাছ এনো তো বাবাই এর জন্যে
ছোট মাছে ক্যালসিয়াম থাকে
মা কিছুই চাইত না।শুধু দেরি করে বাড়ি ফিরলে
বিষণ্ণ মুখে বলতেন, কোথায় যে থাকিস!
চুলগুলো উসকো খুশকো
তোর জন্ডিস হয় নি তো?
মুখখানা কেমন যেন শুকিয়ে গেছে !
তারপর ভাত বেড়ে দিত
মেখে দিত, খাইয়ে দিত
মশারি টাঙিয়ে দিয়ে বলত
এতো চিন্তা করিস না -
আর বাবা বারান্দায় পায়চারি দিত
পায়চারি দিতে দিতে
রাত আরো বাড়তে থাকত।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴