সময়ের আলো অন্ধকারে/মণিদীপা নন্দী বিশ্বাস
সময়ের আলো অন্ধকারে
মণিদীপা নন্দী বিশ্বাস
সময়ের বেহিসেবী চলন।
মুখ আর মুখোশের কি
অদ্ভুত শব্দচয়ন!
মুখবই যার জানলা খুলে দিল
মনে হয় সে জানলা না খোলাই
ভাল ছিল। যে দরজা ধরে আবছায়া
অন্ধকারে আবেশে আর শ্রুতিতে
থাকা সময় আর মানুষ অল্প চেনায়
টান ছিল, অসংখ্য ঘেরাটোপ জটিল
অথবা গহ্বরে, ভয়ঙ্কর অথবা ঘৃণার
সব টেনে ছিঁড়েছি ফেলেছি দূরে
সময়ের গানে সার বেঁধে দাঁড়ানো
সবুজ বন্ধু যত, হাওয়াদের সঙ্গে
গল্প আর যাপনের পর
মনে হয় এই তো নদী ঘেরা সবুজ
আলাপে মাটি আর নুড়ি পাথর
পাহাড়ী ঝোরার ঠান্ডা জল...
এই বেশ ভাল আছি
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴