সম্পর্ক এখন/শুক্লা রায়
সম্পর্ক এখন
শুক্লা রায়
সম্পর্ক এখন একটা উৎসবের মতো
যতদিন টান, ততদিন আলো
ততদিন বুক ছাপানো অন্ধ জোয়ার।
টান নেমে গেলে
জল সরে যায়, আলো সরে যায়
সরে যায় হাসিমুখ ফোকাস।
ছেঁড়া সামিয়ানার মতো পত পত করে ওড়ে
বাজারি শব্দভান্ডার।
একটা ছাপ, নিঃশব্দ ঘৃণা!
সম্পর্কের চেনা রঙ মুছে গিয়ে
রোদ কচলে নোংরা ওঠে হাতের ফাঁকে,
বুকের খাঁজে।
সম্পর্ক আসলে একটা উৎসবের মতো
যেভাবে মেলা শেষ হলে
মাঠময় ছেঁড়া প্লাস্টিক, কাগজ আর ধুলো ওড়ে
সেভাবেই একদিন ঘৃণা ওড়ে কথার মাস্তুলে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴