সমুদ্র তৃষ্ণা/স্বপন কুমার সরকার
সমুদ্র তৃষ্ণা
স্বপন কুমার সরকার
তীরের খবর নিয়ে সমুদ্রের বুকে পাড়ি দিয়েছে
কতকগুলো ভিত সন্ত্রস্ত ছেঁড়া ফাটা ঢেউ;
ওরা সমুদ্রের তৃষ্ণা নিবারণে ব্যর্থ।
বাষ্পগুলোর কাছে সমুদ্রের আকুল নিবেদন
তোমরা মেঘ হয়ে ফিরে এসে আমার তৃষিত বুকে বিশুদ্ধ জল হয়ে ঝরে পড়ো।
ওরা মেঘ হতে দেয়নি আমায়! আমার বাষ্পকুল ওদের দূষিত কলুষতায় কলুষিত;
ওদের অতি অমানবিকতায় লজ্জিত আমরা।
ধোঁয়ার সাথে ধূলিকণার সাথে বন্ধুত্ব হল না
ওরা যে রাসায়নিকে মাদকাসক্ত;
যতটা পেরেছি মাতাল বন বনানীকে দিয়েছি।
গাছেরা ঘাসেরা কৃষকেরাও বৃষ্টি চাইছে! ওদের অনেক বেশি জীবন চাই, জীবন বাঁচাতে
তার চাইতেও বেশি চাইছে কলঙ্ক ধোয়াতে।
শোনো সমুদ্র তোমার জন্য বৃষ্টি হওয়া হল না
আর, ঢের তৃষ্ণা কাতর এই মাটির বুদ্ধিবৃত্তি!
এখন এরা রক্তের দাগ ধুতে বৃষ্টি চাইছে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴