সমকালের কবিতা/অনিমেষ সেনগুপ্ত
সমকালের কবিতা
অনিমেষ সেনগুপ্ত
এখন সময় গুনিনা আর, না দিন, না মাস বা বছর
এখন জেব্রা ক্রসিং আর লাল নীল আলোর ফারাকও ভালো ধরা পড়ে না, মন্তাজে শুধু ধূসর মেঘ আর মেঘবালিকার রোমন্থন.
আর গোলাপি ডানায় অক্টোপাস আজন্ম জড়িয়ে রাখুক স্মৃতি, টকমিষ্টি সওওব
তাই বইমেলা ছেলেবেলা একই ধাঁচের টাকনা যা দিয়ে
বাংলা মাতাল ইংলিশ পার্টি করে, এই যা টাকনা বোঝেন তো !! মানে চাট যা সঙ্গে নিয়ে মদ খায় বাবু আর বিবি, পারিষদ নিয়ে আর গান করেন
" লে মাতাল, এক পেগ মদে দু পেগ জল ঢাল "
কি অনাসৃষ্টি ভাবুন, শালার মদও নষ্ট জলও
প্রাকৃতিক সম্পদের একেবারে" ধজিয়া উড়া দিয়া " যারে কয় !
যাইহোক এসব যেন চক্রান্ত তক্রান্ত ভাববেন না হ্যাঁ !
মদ মদই, জল জলই, অন্য কোন মানে খুঁজবেন না ভাইলোগ পিলিজ !
আমরা বরং "দেশ " নিয়ে ভাবি আর শীতের সকালে পালংশাক আর বেগুনচচ্চড়িতে মুলো দিলে পেটগরম হয় কিনা সেটা বিশ্লেষণ করি মন দিয়ে.
এ কথাগুলো এক্কেরে খাঁটি বিশ্রম্ভালাপ, মনে নেবেন না যেন.
হ্যাঁ আরেকটা কথা, "আমরা ভারতবাসী " এই কথাটা রোজ সকালে গীতাপাঠের মতো অভ্যেস করে ফেলুন.
বলা যায় না হয়তো কোন এক দুপুরে আপনার দরজায় কড়া নেড়ে কেউ জানতি চাইলো
" আপুনি কে বটে? !!"
তাই তৈরী থাকুন পড়া মুখস্ত করে.
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴