সব বদল বোধহয় স্থায়ী হয় না/সুনীতা দত্ত
সব বদল বোধহয় স্থায়ী হয় না
সুনীতা দত্ত
প্রিয় বিশাখ,
তুমি আজকালকার মানুষ আর তাদের চালচিত্র নিয়ে আমাকে একটা মনখারাপ করা চিঠি লিখেছিলে। আমিও তোমার মতো মনখারাপ -এ ভুগি। তাই তোমার মতো আমিও আমার মনোকষ্ট তোমায় জানাতে ব্যাকুল, জানি শুধু তুমি বুঝবে। জলপ্রপাতের মতো কিছু শব্দ বয়ে যায় অর্থহীন।
ছোটবেলা থেকে দেখতাম চৈত্র মাসের শেষের দিকে মায়েদের, নতুন করে সংসারকে ঢেলে গোছাতে। বৈশাখের প্রথম দিনে হালখাতা গণেশপূজা মিষ্টির প্যাকেট সাথে উপরি, ক্যালেন্ডার। আটপৌরে জীবনে এর বাইরে আমাদের মায়ের কাছে ভাবনার আর কিছু ছিল না। আমরাও নতুন জামা পেলে আর কিছু চাইতাম না। কী পেয়েছি বা কী পাইনি সে হিসেব কষা বা করার কোনো রকম ফাঁকি সে সময়ের অভিভাবকরা দিতেন না। আজকের মতো তারা অত খোলামেলা ছিলেন না। তবুও শিকড়ের টান বড় অদ্ভুত, দাদু ঠাকুরদা দিদা পিসি সকলের সেই রাশভারী গম্ভীর চেহারার অন্তস্থলের ভালোবাসার ফল্গুধারাতে আমরা স্নান করতাম।
আজকাল কত নতুনত্ব। ভালোবাসা প্রকাশ ও ভালোবাসার ধরণেও এক পৃথিবী অভিনবত্ব, তবুও মনের কোণা গুলো টনটন করে ওঠে। বেদনার জাল ছিঁড়ে অসহ্য যন্ত্রণা গ্রাস করে মনের অলিগলি। বাঙালির ঘরের ছেলেমেয়েরা "বাংলা টাংলা" বোঝে কম। আমাদের মতো অশিক্ষিত বাঙালিরাই রবীন্দ্রনাথ নিয়ে পড়ে থাকি। "এসো হে বৈশাখ" করে বাংলাবর্ষকে বরণ করতে চাই। আমাদের ঘরের ছোট ছোট সদস্যরা হ্যাপি নিউ ইয়ার বলে কার্নিভাল করে।আমরা সদ্য চল্লিশের কোঠায় পৌঁছেও বড় বেমানান, রঙহীন প্রাণ। হালখাতা প্রায় উঠেই গেল, দোকানে তো কম্পিউটার সব হিসেব করে দেয়। টাকা পয়সারও আনাগোনা কম, অনলাইন সব কেড়ে নিল।
অবাক হলাম একটি দৃশ্যে। ইংলিশবাবু দেশি মেমসাহেবের ছানা আমায় প্রণাম করে জানালো, শুভ পয়লা বৈশাখ। শুভ্র পাঞ্জাবিতে পাশের বাড়ির বাবিন যেন সদ্য ঘোড়সওয়ার করে আসা রাজপুত্র। সে প্রণাম করে জানাল, কাকিমণি দাদুর সাথে হালখাতা করতে যাচ্ছি, তোমার জন্য মিষ্টি নিয়ে আসব! প্রাণ ভরে বাবিন কে আশীর্বাদ করলাম - মনে মনে ভাবলাম ভবানী প্রসাদ বাবু খুব আপনার কথা মনে পড়ছে। আপনাকে যদি বাবিনকে দেখাতে পারতাম!মনে মনে খুব আনন্দ হল জানো, সব বদল বোধহয় স্থায়ী হয় না। বসন্ত শেষে এই উপহার আবার আমাকে রাঙিয়ে দিল, সেই সাথে বিশ্ব বাতাসকে। কবির কলম আমার কন্ঠে জানান দিল -"রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে"।
তুমিও আর মনখারাপ করে থেক না, বাইরে যাও দেখ কত বাবিন ঘুরে বেড়াচ্ছে!
ইতি -
তোমার মন খারাপের চিরসাথী
চৈতালি
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴