সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
19-February,2023 - Sunday ✍️ By- সুমনা দত্ত ঘোষ 361

সত্যি বসন্ত

সত্যি বসন্ত
সুমনা দত্ত
--------------

রাস্তা পেরতে গিয়ে হঠাৎই চেপে ধরেছিলে আমার হাত। জানিনা কি বিশ্বাসে একজন আজনবির হাত এভাবে ধরা যায়! সেদিন সে হাড়হিম করা ঠান্ডায় আমার হাত কুলকুল করে ঘামছিল। তোমার মুখের উপরে  একটা আবছায়া আলো, বড্ড মায়াবী করে তুলেছিল তোমায়। ধন্যবাদ জানিয়ে সেই যে চলে গেলে, তারপর আর আমাদের দেখা হয়নি কখনো।  তাই আমাকে মনে রাখার কোন কথাও ছিল না তোমার। 
প্রায় আট মাস পর এভাবেই একদিন আবার আচমকাই দেখা হল আমাদের। তুমি বন্ধুদের সঙ্গে নিয়ে কফি শপে এলে। আর আমি দুরু দুরু বুকে কফি দিতে গিয়ে তোমার হাত ছুঁয়ে দিয়েছিলাম! কিছুটা ইচ্ছে করেই......।  তুমি আড় চোখে আমায় দেখলে। কিছু কি মনে পড়েছিল তোমার? আর তারপর প্রায় রোজই আসতে কফি শপে। কফি খেতে নাকি ....? 

আবিরদা যে কথাটা শোনার অধীর আগ্রহে বারবার ছুটে গেছি তোমার কাছে। সে কথাটা আজও শোনা হলো না। আচ্ছা আবিরদা তুমি কি চোখের ভাষা ও বোঝ না!

 তিতলি, কলেজে পড়ার খরচ তুলতে যে আমাকে পার্ট টাইম কাজ করতে হয়। সে কি করে তোমার চোখের ভাষা বোঝার দুঃসাহস দেখাবে বলো? আর বুঝলেও বা কি করে ভালবাসার কথা বলবে!  তবে মিথ্যে বলবো না মনে মনে একথা বহুবার বলেছি তোমায় ভালবাসি ভালবাসি ভালবাসি। আসলে সব ভালোবাসার পরিণতি যে এক নয় তিতলি। ভালবাসলেই যে ভালোবাসা পাবো তা তো নাও হতে পারে। 
           রাস্তা পার হতে গিয়ে একদিন যে ভরসায় আমার হাত ধরেছিলে, সেই ভরসায় জীবনের হাত ধরা যায় না আমি তো সেটা জানি তিতলি। তাই একলা হয়ে যাওয়া শালিকের মত তখন শুধু অপেক্ষাই থেকে যায়। স্বপ্ন গুলো ভাঁজ করে তুলে রাখি সযত্নে। আর অনুভূতি গুলো ................!
আচ্ছা তিতলি খুব জানতে ইচ্ছে করে সব জানার পর এখনো কি ভালোবাসো আমায় ?

ভালোবাসি কিনা জানিনা, তবে তোমার জন্য পেরিয়ে আসতে পারি অসংখ্য কুয়াশা দিন। তবে কি জানো .......

"আবছায়া হয় স্বপ্নগুলো
   ইচ্ছে গুলো পোঁড়ে , 
   তোমার ছবি আঁকছি মনে
   দেখো বসন্ত ওই দোরে।"

বাহ্ বেশ বললে তো ! তিতলি, পৃথিবীর সবচেয়ে ছোট ভালোবাসার গল্পটাও হয়তো আজ এখানে এভাবেই শেষ হয়ে গেল। ওই দেখো আমার স্বপ্ন গুলোর মতই শুকনো পাতাগুলো কেমন ঝরে ঝরে পড়ছে।

আবিরদা এখন তো পাতা ঝরার মরসুম। পাতা ঝরার পর কিন্তু কচিপাতাও আসবে গাছে। তখন না হয় আর একবার স্বপ্ন দেখো, কাছে ডেকো। কানে কানে একবার বল ভালোবাসি। দেখবে তোমার কল্পনারা সবটুকু রং মেখে রঙিন হয়ে উঠছে স্বপ্নেরা জোৎস্না পেরিয়ে সত্যি হচ্ছে ধীরে ধীরে। আমি জানি আবিরদা একদিন আমাদের জীবনেও ঠিক সত্যি বসন্ত আসবে। আর যে ভরসার হাত সেদিন ধরেছিলাম সে হাত ধরেই কাটিয়ে দেবো বাকিটা জীবন। 

আর যদি বসন্ত না  আসে কখনো? জীবন যদি শুষ্ক নদী হয় !
 
এভাবে বলো না আবিরদা ! ভালোবাসা সে তো এক অনুভূতি ...! তোমার দেওয়া অপেক্ষাদের বুকে নিয়েই তবে  নাহয় কাটিয়ে দেবো জীবনের বাকিটা পথ!

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri