সংগোপনে/অনিমেষ সেনগুপ্ত
সংগোপনে
অনিমেষ সেনগুপ্ত
আমায় যদি কিনেই নিতে চাও
এক পশলা বৃষ্টি শুধু দাও
মেঘের খনি তোমার, তুমিই রেখো
অজানা ঘুম, ভেজা স্বপন মেখো
বাইরে নদী, উপচে পড়া ঢেউ
সামাল সামাল শুনছে না তো কেউ
রোদের নাকি দেমাক ভীষণ ভারী
সবার সাথে রোজ করছে আড়ি
ভেলা ভাসাই , বাড়ি যাবে দেশ
অন্ধ রাতে দিকঠিকানার লেশ
রইবে শুধু ভরসা হাতের মাঝি
মেঘ গুড়গুড় , বাজও ভীষণ পাজি
রাত পোহালেই পৌঁছে যাবো ঘর
ভেজে যদি স্থাবর অস্থাবর
তুমি এসো, ভাঙ্গা উঠোনকোণে
একরাশ ফুল এনেছি গোপনে!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴