শ্রুতি দত্ত রায়-এর আলোচনায় শাঁওলি দে-র 2b কন্টিনিউড
শ্রুতি দত্ত রায়-এর আলোচনায় শাঁওলি দে-র 2b কন্টিনিউড
শাঁওলি দে উত্তরবঙ্গের সাহিত্য জগতের একজন সুপরিচিত নাম, এবং ব্যক্তিগতভাবে আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ। তাঁর লেখা গল্প সংকলন "মায়াঘর", "মানচিত্র" আগেই পড়েছি। সেই ভাল লাগার জায়গা থেকেই ওঁর লেখা নতুন আরও একটি বই সংগ্রহ করেছিলাম। বইটির নাম "2b কন্টিনিউড"। প্রকাশিত হয়েছে জনপ্রিয় 'রা' প্রকাশন থেকে বইমেলা ২০২৩ শে।
প্রথম যখন বইটি হাতে নিলাম, নামকরণটি দৃষ্টি আকর্ষণ করেছিল। "2b কন্টিনিউড"__ যার বাংলা অনুবাদ করলে অর্থ দাঁড়ায় 'যা চলতে থাকবে' কিংবা শেষ হয়েও যার শেষ নেই। তবে কি এই বই এমন কিছু বিষয়ের উপরে লেখা যা পাঠককে বইটি পড়ার পরেও ভাবতে শেখাবে? বেশ খানিকটা আগ্রহ নিয়ে বই-এর ভেতর মনোনিবেশ করেছিলাম। পাতা উল্টে খুব আশ্চর্য হলাম যখন জানলাম গোটা বইটি আলোচিত হয়েছে রোমহর্ষক একগুচ্ছ ঘটনা নিয়ে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বেশ কিছু অস্বাভাবিক মৃত্যু ও সেগুলিকে কেন্দ্র করে ঘনীভূত হওয়া রহস্যের উপর আলোকপাত করেছেন লেখিকা স্বল্প পরিসরে। অত্যন্ত দক্ষতায় অথচ খুব সাবলীলভাবে পঁচিশজন তথাকথিত 'সেলিব্রেটি'র মৃত্যু রহস্যের পেছনের কাহিনী, প্যাটার্ন, প্রামাণ্য তথ্য, বিতর্ক, গুজব__ সবটুকুকেই মলাটবন্দী করার চেষ্টা করেছেন লেখিকা। এই চরিত্রদের মধ্যে যেমন আছেন ইতিহাস প্রসিদ্ধ মিশরের ফ্যারাও তুতেন খামেন, ভারতের অন্যতম দেশপ্রেমিক নেতাজী সুভাষচন্দ্র বোস কিংবা স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, তেমনই আছেন ফুটবল তারকা দিয়েগো মারাদোনা, প্রিন্সেস অফ ওয়েলস ডায়ানা ফ্রান্সেস স্পেনসার। এমন কি বিশ্বখ্যাত পপ সিঙ্গার মাইকেল জ্যাকশন থেকে শুরু করে অতি সম্প্রতি ঘটে যাওয়া বলিউডের তারকা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক ও মর্মবিদারী মৃত্যু রহস্যও তাঁর সংকলনে স্থান পেয়েছে। ঘটনার বর্ণনা শেষে যদিও এই মৃত্যুরহস্যগুলি নিয়ে কোন স্থির সিদ্ধান্ত দেওয়া হয়নি, রাখা হয়নি কোন নিশ্চিত ধারণা, তবে লেখিকার লেখনীর গুণে জানা অজানা সেই কাহিনীগুলোই অত্যন্ত আকর্ষণীয় ও থ্রিলিং হয়ে উঠেছে। এই মৃত্যুর রহস্যগুলি হয়তো চিরকাল রহস্যই থেকে যাবে। অতীতেও যার উত্তর মেলেনি, ভবিষ্যতেও হয়তো সেই জটিল অঙ্কের সমাধান মিলবে না। বরং বারংবারই আলোচনা, সমালোচনা, গুজবের মাধ্যমে রহস্য আরো ঘনীভূত হবে। কূলকিনারা পাওয়া যাবে না প্রকৃত সত্যের। আর তাই এই বই সার্থকনামা।
সবটুকু মিলিয়ে এই বই তার বিষয়ের অনন্যতায় ও গতিময়তায় নিঃসন্দেহেই আমাকে প্রথম থেকে শেষ পাতা অবধি মনোযোগী করে তুলতে বাধ্য করেছে। আর এখানেই লেখিকা পরিপূর্ণভাবে সফল।
এমন ব্যতিক্রমী বিষয়ের উপর বাংলা ভাষায় আর কোন বই আছে বলে আমার জানা নেই। কাজেই একটি অনন্য ঐতিহাসিক দলিল হিসেবে বাংলা সাহিত্যের দরবারে এই বইটির যথেষ্ট গুরুত্ব আছে বলেই আমি মনে করি।
বই: 2b কন্টিনিউড
লেখিকা: শাঁওলি দে
রা প্রকাশন,বইমেলা,২০২৩
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴