শ্রাবনের ছন্দ/কাঞ্চন রায়
শ্রাবনের ছন্দ
কাঞ্চন রায়
ঝিরঝির ঝরঝর টুপটাপ ঝমঝম
শ্রাবনের বরিষণ দিনরাত হরদম।
গুড়গুড় গমগম করকর কররাত
মেঘেদের গর্জন অবিরাম ধারাপাত।
সাদা কালো লাল নীল বর্ষাতি বাহারি
ফুলে ফেঁপে দুর্বার খরনদী পাহাড়ী।
শ্রাবনের বৃষ্টি জল বাড়ে ডুডুয়ার
বেড়ে যায় চিন্তা পাড়ে ঘর সনিয়ার।
পাতা তোলে রতিয়া কচুপাতা ছাতা ওর
গা মাথা ভিজে সব বৃষ্টির খুব তোড়।
ক্ষেত মাঠ ডুবে গেছে পঁচে গেছে লঙ্কা
দিনু চাষী গালে হাত চোখে মুখে শঙ্কা।
রাধামাসি উনুনে ভেজাকাঠ ধোঁয়াময়
গুটিসুটি ভাইবোন কখন যে ভাত হয়।
স্কুল ছুটি রেনি দে ছপ্ ছপ্ শব্দ
সাহাদের গাবগাছে ভিজে কাক জব্দ।
ছাদে একা কিশোরী আনমনা হরষে
মেখে নিলো বৃষ্টি শাওনের বরষে।
খিচুড়ির আয়োজন বোসেদের গিন্নি
কাগজের নৌকোয় ভাইদিদি তিন্নি।
বাড়ি বাড়ি পাড়াময় ইলিশের গন্ধ
ঝিরঝির ঝমঝম শ্রাবনের ছন্দ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴