শ্রাবণ স্বপ্ন/সরমা দেবদত্ত
শ্রাবণ স্বপ্ন
সরমা দেবদত্ত
শ্রাবণ যখন গগন পাড়ে
ঘন মেঘের আড়াল ঘিরে
দেখি তোর গোমড়া মুখ খানি
আকাশ যখন অঝোর ধারে
ঝরে আমার মাথার 'পরে
অশ্রুসাগর বইয়ে দিবি জানি,
আবার যখন ঝিলিক আলো
ঘুচিয়ে দেয় সকল কালো
মুচকি হাসি খেলে ঠোঁটের কোণে
হাত ছানিতে শ্রাবণ আমায়
ভালোবাসার মন্ত্র জানায়
তোর ছবিটাই আঁকি মনে মনে।
বিরহী মেঘ দিগন্তে কোন
বকের পাখায় লুকায় মন
উদাসী এক ধায় অজানায় ঘিরে,
মন কেমনের উথাল বৃষ্টি
ছেলেবেলার অনাসৃষ্টি
তোকেই যেন পেলাম আবার ফিরে।
তেপান্তরের মাঠ পেড়িয়ে
কল্পলোকর দেশ ছাড়িয়ে
মন গোপনে রাখবো তোকে ধরে,
আবার যখন এক পশলা
আসবে ঝেপে বিকেলবেলা
তোর স্বপ্নই দেখবো দুচোখ ভরে।।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴