শ্রাবণ মাসে/ভুবন সরকার
শ্রাবণ মাসে
ভুবন সরকার
সকাল বেলায় আঁধার ঘনায় মুষলধারায় বৃষ্টি
বর্ষাকালের মধুর আমেজ ভিজায় চোখের দৃষ্টি ।
বৃষ্টি ভিজে কদম শাখায় মৌমাছিরা দলে
ফুলের গন্ধে মাতাল বাতাস ঝাপায় কদম গলে।
জলভরা ওই ধানের মাঠে বসছে বকের মেলা
কলার ভেলা ভাসায় জলে খেলছে কিশোর খেলা ।
গোয়াল ঘরে ডাকছে গরু হাম্বা হাম্বা রবে
নতুন জলে ধরছে যে মাছ জাল ফেলে আজ সবে।
চাষের কাজে ব্যস্ত চাষি মাথলা বেঁধে মাথায়,
জানলা ধারে খাটে খুকি আঁকছে ছবি খাতায়।
রান্না ঘরের প্রান্ত থেকে আসছে সুবাস ভেসে
চাল ডালেতে হচ্ছে খাসা বলছে খুকি হেসে।
জলে থৈথৈ চারিপাশে বৃষ্টি ভেজা পথে
নেই তো কোনো পথিক সেথায় ফিরছে শহর হতে।
সবুজ সবুজ গাছের পাতা ধোয়ায় বৃষ্টি জলে
দুকূল ছাপায় মরা নদীর শ্রাবণ মাসের ঢলে।
ঝিঁঝিঁর ডাকে সন্ধ্যা ঘনায় গাঁয়ের তুলসী তলায়
ধূপের গন্ধে প্রদীপ জ্বেলে দেয় যে উলু গলায় ।
অঝোর ধারায় বৃষ্টি ঝরে ডাকছে পেঁচা দূরে
বৃষ্টিমুখর আঁধার রাতে শেয়াল ডাকে সুরে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴