শ্রাবণ-ভেজা তিনকাল/জয়িতা রায় চৌধুরী মল্লিক
শ্রাবণ-ভেজা তিনকাল
জয়িতা রায় চৌধুরী মল্লিক
বৃষ্টি পড়ে ব্যাকুল বেগে
শ্যামল-মাঠে ধানের-ক্ষেতে।
ছুটির ঘন্টা, ভোঁ-কাট্টা
ব্যাগ-বন্দী বন্ধ ছাতা!
ছলাৎ-ছলাৎ জল মাড়িয়ে, মাঠ পেরিয়ে
ছুটতে থাকে সবুজ কুঁড়ি, গা ভিজিয়ে।
দ্রিমদ্রিম বাজে মেঘ-মাদল,
বাদল হাওয়া, মন পাগল।
বুক জুড়ে তারই ছন্দ-মিল
একশ নদীর ঢেউ-মিছিল।
বানভাসি-বুকে রবির ছোঁয়ায় স্বপ্ন-সুখ
ব্যাকুল হৃদয়, উতল-মন, অজানা দুখ।
সন্ধ্যা নামে, ফুরায় দিন
বৃষ্টি তখনও বিরামহীন।
হাতড়ে খোঁজে আকুল মন
ফেলে আসা যত সুখ শ্রাবণ।
স্মৃতি মালা থেকে খসে খসে পড়ে শ্রাবণ দিন
জড়িয়ে তাদের সুর তোলে বুকে স্মরণ-বীণ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴