শ্রাবণ ধারা/পার্থ বন্দ্যোপাধ্যায়
শ্রাবণ ধারা
পার্থ বন্দ্যোপাধ্যায়
ভিজছে আকাশ ভিজিয়ে বাতাস
প্রান্ত জুড়ে অঝোর ধারা
পাখপাখালি উল্লাসেতে মত্ত যেন পাগলপারা
উড়িয়ে আঁচল মেঘের ধ্বজা
রাত জাগা চোখ চায় যে ছুটি
বাঁশের বনে কালচে সবুজ খাচ্ছে যেন লুটোপুটি
সাজিয়ে নিয়ে বরণডালা
মেছেনিগান গাইছে তালে
ভাঙলো মেলা তিস্তাবুড়ীর আড়চোখে চায় বটের ডালে
চাষার মনে আশার আলো
মিলিয়ে গিয়ে হয় যে ফিকে
শ্রাবণ ধারা ভিজিয়ে ধরা যায় ছুটে যায় দিকবিদিকে
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴