শ্রাবণ করেনি ভুল /টিপ্ লু বসু
শ্রাবণ করেনি ভুল
টিপ্ লু বসু
শ্রাবণ করেনি ভুল
জল ঝরিয়েছে বিলকুল
আমি তাকে বৃষ্টি নামে জানি
নদী ভাঙে তার কূল
কুড়িয়েছি লাল জামরুল
জলেভেজা রামধনু আকাশে রঙিন
চাঁপা কদম লটকা ও জাম
জলে ভাসা আরো কিছু নাম
মন বলে যাকে চাই তাকে ডেকে আনি
মেঘ ছেনে বিদ্যুৎ হেনে
যে বাতাস বৃষ্টিকে চেনে
সে হাওয়াকে অনন্ত বিরহী বলে মানি
শ্রাবণের মাঠভরা ধানে
ভাতের গন্ধ ভাসে উঠোনে
শস্যের আশ্বাস শোনে ক্ষুধার্ত পৃথিবী
ধারাস্নানে বাদ্য ও গীতে
বানভাসি লাল সঙ্কেতে
দিগন্তে নিশ্চিহ্ন হয় ভাঙা জলছবি
মনখারাপের ভেজা শ্রাবণের দিন
জলীয় রাত্রির ঘন অন্ধকারে বিলীন
আত্মায় নৌকা ভাসায় অচেনা কবি
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴