শেষ কথা কে বলবে/মনীষিতা নন্দী
শেষ কথা কে বলবে
মনীষিতা নন্দী
সমকালের এক বীজ পুঁতেছিলাম
কয়েক দশক আগে।
জল - সার - মাটির ঘ্রাণ,
তপ্ত - ভেজা বাতাস - আলো
যখন যেমন চেয়েছে, দিয়েছি মন ভ'রে।
সাথে ছিল সময়ের উচ্চারণ,
মন্ত্রপাঠ, মন্ত্রণালয়ের ধারাপাত লেখা,
শেকড়ের অন্তঃস্থল থেকে
একটা পাতা, একটা ডাল,
একটা ক'রে কুঁড়ি, তা থেকে ফুল, ফল,
আর কিছু স্মৃতির ছবি কথা।
বিন্দু বিন্দু সমকাল মিলে
ইতিহাস - পাহাড় গড়ি
থেকে থেকে সবুজের সমাহার
মাটি ফুঁড়ে উপড়ে নিয়ে কে যেন
সমকাল থেকে ইতিহাস পথ ধরে
ছুটে পালায়, অক্লান্ত, কোনো থামা নেই,
কবরগুলো খোঁড়ার কাজ এখনও বাকী
পকেটে সময় নেই,
নেই মনে, মাথায়, কোথাও,
পিছন ফিরে চাইতে গেলে,
পৃষ্ঠা উল্টে দেখতে গেলে, শুধুই বিবমিষা
হাহাকার যন্ত্রণার পাথরভাঙা গান
সময়ের মন্ত্রের ভুল উচ্চারণে
ঝালাপালা ধী - শরীর।
সিমেন্ট পাথরে ঢাকা চাপা পড়ে মেঘ,
বৃষ্টি লেখে ব্যারিকেডে, মুঠোফোনের গ্যালারী,
উষ্ণ থেকে উত্তপ্ত চড়াই উতরাই
একমুখী গল্পকথক আদিগন্ত হিমাচল
দলে-ভীড়ে মিশে ঢাক পেটায় বনানী,
দুই পয়সায় খ্যাতির খোঁজ অনর্গল
শুকনো মরু জেতার লড়াই
বেনোজলে ঝাঁপিয়ে,
একে টেনে, তাকে তুলে,
চাঁদমাটিতে কামড়াকামড়ি
নির্দিষ্ট রঙে চাপড়ে চাপড়ে,
পিঠে তবু সেই লাল উপত্যকা,
ক্ষতবিক্ষত প্রজন্মের চাকা,
ফুটিফাটা সেলাইয়ের শেষ নেই
অম্বা থেকে ময়ূরবাহন যেমন,
প্রতিটি সমকালই জন্ম নেয় তাই
ইতিহাস হ'বে বলে।।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴