শূন্য মনের কাছে/মণিদীপা নন্দী বিশ্বাস
শূন্য মনের কাছে
মণিদীপা নন্দী বিশ্বাস
অসীম বাতাসের কাছে চলে গেলে মেয়ে
আগষ্ট স্বাধীনতার আগষ্টে। যন্ত্রণারা
টুকরো টুকরো ফুল, লাল রঙে
মিশে আছে তোমার পথ
তুলে রাখা যেটুকু কথা সবটুকু অক্ষর
তোমার স্টেথো রাখা আছে যত্নে
নবজন্ম পাবে কেউ অথবা সরে যাবে
তোমার রক্তাক্ত শরীরের ছাইয়ের মতো...
নোংরা মলিন আবিল খানিকটা সময়
প্রিয় বন্ধুরা বছর বছর চোখের জলে
ভেজাবে মাটি..আর তোমার মা...
শূন্য আকাশে মেঘের ভিতর
তোমাকেই খুঁজে চলেছে কবে থেকে...
ক্ষমাহীন যন্ত্রণার ভাগ নিতে না পারা মা তোমার
বড় উদাসীন পৃথিবীতে দাঁড়িয়ে আছে একা
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴