শূন্য বাতাস আর জ্যোৎস্না/মণিদীপা নন্দী বিশ্বাস
শূন্য বাতাস আর জ্যোৎস্না
মণিদীপা নন্দী বিশ্বাস
-------------------------------
আকাশ হলদে হল কেন, আনন্দের নীলচে দাগে কালো রঙ সময়কে ছুঁয়ে যায়। নীচে ঘাসের
আস্তরণে লেগে আছে রক্ত দাগ, বাতাসে বারুদ অসংখ্য মুখের কান্না ভেজা জলে নিয়ত স্নান
অর্থ হারিয়ে যায় উৎসব সমবেত সভা আর গান
ভাল থাকার নিয়ত চেষ্টায় ছুটতে ছুটতে....
তারপর মুখ থুবড়ে পড়া
বিষন্নতা ঘিরে ঘিরে অনন্ত অন্ধকার
'একগাছা দড়ি' হাতে কতগুলো নিপাট
ভালোমানুষ হেঁটে যায় জ্যোৎস্না গাছের
দিকে বেঁচে থাকা অসম্ভব তাই...
# # #
রঙ তুলি থেকে লাল রঙ বেছে নিতে নিতে
ছড়িয়ে ফেলেছি শরীরে আঙুলে অসংখ্য শবযাত্রায়...ওরা কেউ ইমারতের বাসিন্দা
নয়। ওদের আশপাশে'ব্ল্যাক ক্যাট' নেই
রোদ আছে দানা বাঁধা বৃষ্টি আছে আর
শস্যক্ষেতের অজস্র সবুজ আর হলদে
রঙে লেগে থাকে মাটি, ইশারায় সুর
তোলে বাতাসে। অল্প একটুখানি ভাল
থাকতে চাওয়া,চাঁদ বহুদূরের বন্ধু
ওরা জানত, ফসল জুড়ে লাল
রঙ কেন জানেনা।বাবার ছেঁড়া ফাটা
সার্টখানা ঝোলে বাতাসে, ছেলেটি
জানে না বাবা আর ফিরবেনা কোনদিন
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴