সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
24-November,2024 - Sunday ✍️ By- দেবব্রত সান্যাল 115

শূন্য নাকি পূর্ণ!/দেবব্রত সান্যাল

শূন্য নাকি পূর্ণ!
দেবব্রত সান্যাল

ইংরেজিতে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে- 

"Satisfaction is a state of mind." 

ভাবের বিচ্যুতি না ঘটিয়ে যথাযথ ভাবে বাংলা ভাষায় এইটি প্রকাশ করা বেশ কঠিন কাজ। এইটি যত না বর্ণনার বিষয় তার থেকে সহস্র গুণ বেশী অনুভব করার বিষয়। প্রাপ্তি- অপ্রাপ্তির সীমারেখা টেনে কোন বিষয়ে সন্তোষবোধের স্তরে উর্ত্তীণ হওয়া সহজ কর্ম, সকলের কম্ম নয়। বাহ্যিক প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ হয়েও অনেকের মানসিক সন্তষ্টির ভাঁড়ার শূন্য, আবার আশুতোষের ন্যায় কেউ বা আবার অতি অল্পেই খুশী। এ এক বিচিত্র খেলা!

সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ সময় হয় নিজের অপ্রাপ্তির হিসেব কষছেন অথবা অপরের উন্নতি দেখে অতি জোরালো গাত্রদাহে আক্রান্ত। ক'জন আমরা জানি, ভেবে দেখি যে সুস্থ- নীরোগ শরীর, দু'বেলা যথাযথ অন্নের আয়োজন এবং মাথার উপরে ছাদ যে ব্যক্তির আছে তিনি পৃথিবীর মুষ্টিমেয় ভাগ্যবানদের মধ্যে একজন। যিনি রোগে শয্যাশায়ী বা বিশেষ ভাবে সক্ষম তিনিই জানেন একজন সুস্থ মানুষ কতটা ভাগ্যবান অথবা অনাহারে- অর্ধাহারে যার দিন কাটে তিনি জানেন দু'বেলা ডালভাত প্রাপ্তি ঠিক কতটা অমৃতবৎ!

যে কারণে ধান ভাঙ্গতে শিবের গীত- সদ্য সমাপ্ত দীপাবলির শ্রেষ্ঠ আলো উদ্ভাস দেখে ছিলাম জলপাইগুড়ি শহরের কদমতলার রাস্তায় চলন্ত সাইকেলে! চারচাকা, তিনচাকা, দু'চাকার ভীড়ে সম্ভবত সাধ ও সাধ্যের মেলবন্ধন ঘটেছিল ওই সাইকেলের মাধ্যমেই। সামনের রডে স্ত্রী, বাবুমশাই পাইলট এবং পেছনের ক্যারিয়ারে পিচবোর্ড দিয়ে তার উপর শ্রীমান বসা। আলোর রাস্তা ধরে সাইকেল ছুটছে, সঙ্গতে অবিরাম নিজেদের মধ্যে হা- হা- হি- হি!

(চলন্ত অবস্থায় চলন্ত সাইকেলের ছবি তোলা বলে ছবি ঠিকঠাক হয়নি।)

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri