শীত অধিবেশন/শঙ্খ মিত্র
শীত অধিবেশন
শঙ্খ মিত্র
চারিদিকে কীসের এত ঢক্কানিনাদ
আতিশয্যে ভরা সমকাল
মন বসে না আরোপিত উপমায়
এই তো গেল শীতেও ফুল ফুটেছিল ঢের
কুয়াশা আগলে রেখেছিল সাহুর জনপদ
আলপথে ঝোলা গুড় ও ভাপা পিঠের রসায়ন
কানে কানে তা দেয় শালিখের ঝাঁক
মিঠে বাতাসে তখন বাউলের প্রেমজ বিস্ময়
মেলা বসেছে স্কুলমাঠ জুড়ে
স্বাস্থ্যসম্মত কোন উপকরণ নেই যদিও
জিলাপির প্যাঁচে হাজার মার
মাইকের আওয়াজে রসকলি সংবাদ
সময় তো বয়ে যায়
পিছলে গিয়ে কিছু ভুলচুক হয়ে যায় বাবুমশাই
ভাল থাকার রসদ খুঁজতে গিয়ে দেখি
শীতের পসরা সাজিয়ে বসেছে এক বৃদ্ধ লেপওয়ালা
রেশমের আড়মোড়া ভেঙে
কী অলীক মায়া ছড়িয়েছে রূপালী রোদ্দুরে
যেন শুভ্র খই, সুবাস ছড়িয়ে ফুটছে নিরন্তর
পরিযায়ী বেশে বড়দিনের আগেই
ঝোলা ভ'রে নিয়ে এসেছে উষ্ণ সমাচার
হেমন্তের দুপুরে আদুল গায়ে
অবলীলায় উষ্ণতা বেচে দিয়ে চলে যায়
প্রস্তাবিত এই শীত অধিবেশন
আসলে নির্ভুল সমর্পণের
ভাল থাকার দায় নিয়ে
বিস্ময়ের বিপন্নতার মাঝেও
যদি কিছু মুগ্ধতা নিয়ে ঘরে ফিরে আসা যায়
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴