শিলিগুড়ির রাস্তায়/মাল্যবান মিত্র
শিলিগুড়ির রাস্তায়
মাল্যবান মিত্র
নক্ষত্রযাত্রীর প্রস্থানের পথে জমেছে কুয়াশা,
অভিজ্ঞানের মতো কলঙ্কের চাঁদ জড়িয়ে ধরেছে হৃদয়। একজীবন কবিতার বোঝা বইতে বইতে
মন্থিত হচ্ছে বিষ তোমার মহানন্দায়।
মহাসড়কের চারপাশে হঠাৎ লেগেছে মহামারি
ধরাসায়ী রাধাচূড়া পলাশ ও অমলতাস।
ছিন্নমূল বিচ্ছিন্নতাবাদী শ্লোগান লিখছে,
অসাম্যের বাতাসে জন্মানো জান্তব সন্ত্রাস।
আপাতকালীন অবস্থার প্রেক্ষাগৃহে স্বপ্নের চরিত্র
আকাশচুম্বি সাইনবোর্ডে নায়কের মুখ,
রোমহর্ষকতার আবেশে ঘন্টা মিনিট সেকেন্ড অসাম্য পাচ্ছে দেবতার সুখ ।
সবশেষে, জন্মান্তরের বোঝা, দূষিত জৈবিক শৃন্খল, আর জন্মানো একজীবনের রোদনবৃষ্টি এবং নিজস্বীর সম্মোহন।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴