শিকড়টুকু/অমিতাভ দাস
শিকড়টুকু
অমিতাভ দাস
এক গভীর টানে শিকড়টুকু
রেখে দিব মাটির ভিতরে
নিঃস্ব বাতাসে ঠিক কারা কারা
অভিশাপ দিয়েছিল একদম ভুলে যাবো
মাইলের পর মাইল হেঁটে হেঁটে
করুণার অভিযানে বেরোব
নিঃশর্তে জীবন দিব আরেক জীবনে
নিকোনো উঠোনে কার্তিকের অন্ধকারে
প্রদীপ জ্বালাবো সকলের মঙ্গলের জন্য
হরিনাম সংকীর্তন বিষণ্ণ হেমন্তের দুঃখ ঢেকে দেবে
কত সোহাগের আলপনা আঁকা হবে দুয়োয় দুয়োয়
এবাড়ি-ওবাড়ির নবান্নের পায়েসের সুঘ্রাণ
শিশুদের মুখের হাসি ভুলিয়ে দিবে যাবতীয় শোক
বিশ্বাসে জং ধরতে দেব না,
ক্ষমা করে জীবনকে সহজ করে নেব
ভালো থাকার মন্ত্রে একসাথে
হেঁটে যাব একে অপরের হাত ধরে।
সবাই মিলে বলে উঠব
ভালো আছি, খুব ভালো আছি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴