শাওন-পাহাড়/অমিত কুমার দে
শাওন-পাহাড়
অমিত কুমার দে
বৃষ্টিগুলো সেদিন ছিল মূর্তি নদীর ধারে
মূর্তি কি আর জানত তখন
শরীরে বান আসবে কখন?
কখন শ্রাবণ গড়িয়ে যাবে পাড় ভেঙে ওই পাড়ে!
বৃষ্টিগুলো সেদিন ছিল ন্যাওড়া নামের বনে
ন্যাওড়া কি আর বুঝতে পারে
জল জমেছে কীসের ভারে
কেমন করে শ্রাবণ আঁকে যা ছিল তার মনে!
বৃষ্টিগুলো সেদিন ছিল পাহাড়ি কোন বাঁকে
পাহাড়ি পথ ভীষণ ভাসায়
সর্বনাশের তুমুল আশায়
তখন শ্রাবণ মরতে জানে জলের দুর্বিপাকে!
বৃষ্টিগুলো সেদিন ছিল ঝাপসা উইন্ডস্ক্রিনে
কাঁচ ধুয়ে কাঁচ আবছা করে
ঘুরছে চাকা মেঘের স্বরে
তখন শ্রাবণ সর্বস্বান্ত অনেক স্মৃতির ঋণে!
বৃষ্টিগুলো সেদিন ছিল পাইন গাছে গাছে
দেবদারুরা মেঘ ছিঁড়ে খায়
জলের ফোঁটা রঙিন থোকায়
তখন শ্রাবণ গোপন কথা লুকোয় নিজের কাছে!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴