লোকটা/অমিত কুমার দে
লোকটা
অমিত কুমার দে
শিরদাঁড়া রামধনুর মতো হয়ে যাচ্ছে দেখে
মানুষটা ভাবতে থাকল সে বড় রঙিন হয়ে উঠছে।
রঙিন জলে সাঁতার কাটতে কাটতে সে বলল - চিয়ার্স
তার চেয়ার এবং টেবিলের নীচে
পাঁচ শত আর দুই হাজারী নোট জমছে
লোকটার ভয় করছে না
সে কোটি টাকার মেডিক্লেম পলিসির জোরে
মৃত্যুকে অপাংক্তেয় করে দিয়ে
আরো একবার দলবদলের হরিকীর্তন গাইছে!
জেনারেশন জেড পেরিয়ে
মাথা তুলছে আলফা জেনারেশন
বিস্তর গাঁজা আর কন্ডোমের প্যাকেটে
ঢুকে পড়ছে মেধা আর মহাকাশের গল্প
লোকটা সব কিছু না বুঝলেও ভোটচুরি বোঝে
দুর্নীতির পাঠশালায় সন্তানকে রেখে এসে
লোকটার মনে হয় - এইবার সে বড়লোক হবে!
ফ্লেক্স আর ফেস্টুনের জলাভূমিতে দাঁড়িয়ে
লোকটা বুঝতে পারে সে ক্রমশ তলিয়ে যাচ্ছে
দমবন্ধ হয়ে এলেও তাকে জলের ওপরে হাত এনে
হইহই করে করতালি দিতে হবে!
সবাই ঘুমিয়ে পড়লে লোকটার ইদানিং বমি পায়
তার বমনের ওপর দিয়ে হনহন করে হাঁটতে থাকে
আইন আদালত মিডিয়া ও মানুষ!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴