লিখছি তোমায় যীশু/ডালিয়া চৌধুরী
লিখছি তোমায় যীশু
ডালিয়া চৌধুরী
বড়দিন আসছে
লম্বা ছুটি
রাস্তার ধারে, শপিং মলে সাজানো ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ, গিফটের পাহাড়।
নামী দামী দোকানে হরেক কেকের পসরা।
আলোর মালায় সাজানো গির্জা পথঘাট
তোমার পথ চেয়ে বসে আছি, যীশু!
বড়দিন সেলিব্রেশন
ছুটির আনন্দ
রেস্তোরাঁয় তরল ফোয়ারা, জিঙ্গল, খানাপিনা…
এ সবই আছে।
কিন্তু তুমি কোথায় যীশু?
গির্জায় গির্জায় তোমার ক্রুশবিদ্ধ ক্ষমাসুন্দর মূর্তি..
প্রার্থনা সংগীতের মূর্চ্ছনা
বাইবেল পাঠের পবিত্রতা
আমরা শান্তিপ্রিয় সভ্য মানুষ
তোমার জন্মদিন পালন করছি।
কিন্তু তোমাকে ছুঁতে পারছি না কেন যীশু?
কি যেন বলেছিলে? "ঈশ্বর এরা জানে না এরা কি করছে, তুমি এদের ক্ষমা করো।"
না, তুমি পারোনি যীশু।
তোমার রক্তধারা দিয়ে হিংসা দ্বেষ জিঘাংসার আগুন নিভিয়ে দিতে।
বরং মানুষ আজ অনেক অনেক বেশি রক্তলোলুপ এক প্রাণী
তুমি হেরে গেছ যীশু, হেরে গেছ।
তবু যদি আরো একবার ফিরে আসো, তোমার ক্ষমার আয়ুধ নিয়ে,
আমাদের সত্যিকারের মানুষ করে দিয়ে যাও,
অপেক্ষায় আছি যীশু,
অপেক্ষায় আছি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴