রোজনামচা/শুক্লা রায়
রোজনামচা
শুক্লা রায়
কিছু কিছু মৃত্যু এখন
আমাদের রোজনামচায় ঢুকে গেছে
নাবালিকা অথবা সাবালিকা,
স্কুল কিংবা কলেজ পড়ুয়া -
কেউ না কেউ আমাদের সুসজ্জিত ড্রয়িং রুমে
আমাদের সোফার উপরে পড়ে থাকা
খবরের কাগজের ভাঁজে
অপেক্ষায় থাকে, ভাঁজ খুলবার।
বিখ্যাত দোকানের ঝকঝকে অলংকার
কিংবা দামী শাড়ির বিজ্ঞাপনের পাশে
নিতান্তই একটা সাদা-মাটা খবর-
"ধর্ষণ করে খুন"
-এসব খবর আমাদের টানে না,
অভ্যাসবশত চোখ বুলিয়ে
দ্রুত চলে যাই
সরগরম রাজনৈতিক দড়ি টানাটানিতে
অথবা খলার পাতার রোম্যান্সে।
তারপর বাস, ট্রাম অফিস।
ছুটির দিনে ইলিশ কিংবা কচি পাঁঠার মাংস।
মনখারাপের ফেসবুক স্ট্যাটাস -এই তো
সহজ সরল সংক্ষিপ্ত জীবন!
রোজনামচায় হাঁটছি আমরা
হাঁটছে আমাদের বোধহীন মস্তিষ্ক।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴