রূপসী ডুয়ার্স/চন্দ্রানী চৌধুরী
রূপসী ডুয়ার্স
চন্দ্রানী চৌধুরী
------------------
এখানে অরণ্য কথা বলে
আলো-ছায়া খেলা করে অবিরাম
দুটি পাতা একটি কুঁড়ির মৌতাত
ছড়িয়ে পড়ে দিগন্তে
নদীও নর্তকী হয়।
এখানে শাল সেগুনের মায়াভরা বনানীতে
কান পেতে শুনি ঝরা পাতাদের গান
বুনো গন্ধে মন মাতাল হয়।
সবুজে সবুজে একাকার বনভূমে
লাল-নীল-হলদে রঙের প্রজাপতি
ঝাঁকে ঝাঁকে উড়ে এসে স্বপ্ন সাজায়।
কোথাও পাতার আড়ালে কোকিলের কুহুতান
অফুরাণ ভালোবাসা বিলোয় ।
এখানে জঙ্গুলে নিস্তব্ধতায় শোনা যায়
হাতিদের সশব্দ আনাগোনা
ঝিঁঝিঁর ডাকে নেমে আসে রাত
রাত গভীর হলে অরণ্যের রূপ বদল হয়
অন্ধকারে শুরু হয় জোনাকির উৎসব।
অরণ্যের মৌনমুখর কথকতা ভেসে বেড়ায় বাতাসে
জন্মভূমির আরণ্যক অনুভূতি
হাতছানি দিয়ে ডাকে আমায়
তাই তো বারেবারে ফিরে আসি
ভালোবাসার দুয়ার, রূপসী ডুয়ার্সের কাছে ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴