সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
ঋতুপর্ণা ভট্টাচার্য-এর আলোচনায় শৌভিক রায় -এর বই 'গ্রীন করিডোর'

ঋতুপর্ণা ভট্টাচার্য-এর আলোচনায় শৌভিক রায় -এর বই 'গ্রীন করিডোর'

রীনা মজুমদার-এর আলোচনায় শৌভিক রায়-এর 'মুজনাইয়ের বালক'

রীনা মজুমদার-এর আলোচনায় শৌভিক রায়-এর 'মুজনাইয়ের বালক'

পার্থ বন্দ্যোপাধ্যায় -এর আলোচনায় দেবপ্রসাদ রায় -এর বই 'ডুয়ার্স থেকে দিল্লি'

পার্থ বন্দ্যোপাধ্যায় -এর আলোচনায় দেবপ্রসাদ রায় -এর বই 'ডুয়ার্স থেকে দিল্লি'

পড়ে যা বুঝেছি/শ্যামলী সেনগুপ্ত

পড়ে যা বুঝেছি/শ্যামলী সেনগুপ্ত

মণিদীপা নন্দী বিশ্বাস-এর আলোচনায় উমেশ শর্মা-র 'নেখানেখির জগতত্ ভাসিতে ভাসিতে'

মণিদীপা নন্দী বিশ্বাস-এর আলোচনায় উমেশ শর্মা-র 'নেখানেখির জগতত্ ভাসিতে ভাসিতে'

শ্রুতি দত্ত রায়-এর আলোচনায় শাঁওলি দে-র 2b কন্টিনিউড

শ্রুতি দত্ত রায়-এর আলোচনায় শাঁওলি দে-র 2b কন্টিনিউড

অর্পিতা মুখার্জি চক্রবর্তী-র আলোচনায় অশোক কুমার গঙ্গোপাধ্যায়-এর 'পুনরুত্থান'

অর্পিতা মুখার্জি চক্রবর্তী-র আলোচনায় অশোক কুমার গঙ্গোপাধ্যায়-এর 'পুনরুত্থান'

মনীষিতা নন্দী-র আলোচনায় সিদ্ধার্থ শেখর চক্রবর্তী-র  'নিরুদ্দেশ সংবাদজুড়ে নাবিকের দল'

মনীষিতা নন্দী-র আলোচনায় সিদ্ধার্থ শেখর চক্রবর্তী-র 'নিরুদ্দেশ সংবাদজুড়ে নাবিকের দল'

কবিতা বণিক-এর আলোচনায়  ডঃ রতন বিশ্বাস-এর 'পাহাড়ে রবীন্দ্রনাথ'

কবিতা বণিক-এর আলোচনায় ডঃ রতন বিশ্বাস-এর 'পাহাড়ে রবীন্দ্রনাথ'

সুকান্ত নাহা-র আলোচনায় রাজর্ষি দত্ত-র LEAF TWO AND BUD ONE

সুকান্ত নাহা-র আলোচনায় রাজর্ষি দত্ত-র LEAF TWO AND BUD ONE

26-January,2025 - Sunday ✍️ By- রীনা মজুমদার 86

রীনা মজুমদার-এর আলোচনায় শৌভিক রায়-এর 'মুজনাইয়ের বালক'

রীনা মজুমদার-এর আলোচনায় শৌভিক রায়-এর 'মুজনাইয়ের বালক'

"মুজনাই। উত্তরবঙ্গের ছোট্ট জনপদ ফালাকাটার ওপর দিয়ে প্রবাহিত একটি নদী।" শৌভিক রায়ের 'মুজনাইয়ের বালক' লেখক বালকের ছেলেবেলা কেটেছে এবং আমারও ছেলেবেলা কেটেছে এই নদী মুজনাইকে ঘিরেই ফালাকাটায়- তাই স্বাভাবিক ভাবেই উঠে এসেছে, উত্তরবঙ্গের ছোট্ট জনপদ ফালাকাটা ডুয়ার্সের আর পাঁচটা শহরের মতোই চা বাগান, পাহাড় ও সবুজের ঘেরা আর লেখকর জীবনের শ্রেষ্ঠ সময়ের নানাকিছু। তাই বইটি পড়ার আকর্ষণও ছিল আমার বেশী। অভিসারিকা হতে কে না চায়? আমি, আমরা, নদী, পাহাড়, সমুদ্র এমনকি কল্পনার জগতে রাধা কৃষ্ণের মতোই..!  সকল বাধা দুরত্ব অতিক্রম করে আমরা মিলিত হতে চাই আমাদের প্রিয়ের সঙ্গে। লেখক শৌভিক রায় বালক হয়ে সেই নদী মুজনাইয়ের সঙ্গে অভিসারিকা রূপে মিলিত হয়েছেন। তাই বইটি পড়ে মনে হয়েছে তাঁর অনুভূতি ও ব্যাপ্তি তীব্র কাব্য-সাধনার অবলম্বনে ধরা পড়েছে তাঁর বেড়ে ওঠা ফালাকাটাকে নিয়ে ও সন্তানসম সাহিত্য পত্রিকা 'মুজনাই' লেখকের হাত ধরেই স্রোতস্বিনী হয়ে বয়ে চলেছে আজও। সে ইতিহাসও লেখা আছে বইটিতে আর আছে মুজনাইয়ের চিঠি ও বার্তা যা লেখকের অমূল্য সম্পদ রেখে দেওয়া আছে।"সব শেষেরই একটা শুরু থাকে আবার সব শুরুর একটা শেষ। যেখান থেকে শুরু করি শেষটাও করি সেখান থেকেই।" মুজনাইয়ের বালক ১ থেকে মুজনাইয়ের বালক ৪০ প্রতিটি পর্বে উঠে এসেছে অন্তর্নিহিত গভীর মনছোঁয়া লেখা। লেখক বলেছেন, "বন্ধুর বাবা, কাকা এবং পাড়াতুতো দাদাদের হাতে ভুলের জন্য বকুনি ও কানমলা খাওয়াটা আমাদের কাছে স্বাভাবিক ব্যাপার ছিল।" তাই তো বইটির সঙ্গে নিজের ছেলেবেলাকে মেলাতে পেরেছি। আর বিভিন্ন পর্বে নদী মুজনাই নিয়ে ফালাকাটাকে হাতের তালুর মতো তুলে ধরেছেন।
বইটি পড়তে পড়তে আবিষ্ট হয়ে যেতে হয়, স্কুল জীবনে কখনো স্যারদের বেতের বাড়ি শিক্ষক ও শিক্ষার্থীর মধুর ও লুকানো ভালোবাসার শিক্ষা আর আত্মিক বন্ধন। আছে বন্ধুদের সঙ্গে নিবিড় সম্পর্কের কত না টক ঝাল মিষ্টির উজ্জ্বল সব ঘটনা! 
এককথায় টান টান ডুয়ার্স, নদী ও জনমানব নিয়ে সাহিত্যের অলংকার-শব্দচয়ণ পাঠকের মনে দোলা দেয়... লেখক নদী মুজনাইকে মাতৃরূপে ও ফালাকাটাকে ভালোবাসার অনুভবে আর নিজেকে মুজনাইয়ের বালক রূপেই বেঁধে রেখেছেন। 
"... একবার যদি জল তার দাগ রাখে তো সে দাগ মোছার নয় জীবনভর। মুজনাই ছিল আমাদের ছেলেবেলার সঙ্গী।" তাই বইটি পড়ে আমার মনে হয়েছে কোন ব্যক্তির আত্মকথন নয়, এক সমষ্টির আত্মকথন। বইটির প্রচ্ছদও লেখক নিজেই। খুবই ভালোলাগা 'মুজনাইয়ের বালক' বইটি।

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri