রাধানগর/উত্তম চৌধুরী
রাধানগর
উত্তম চৌধুরী
কোথাও যেন দুর্বিনীত রাতের ভেতর,
কোথাও যেন বুকের কাছে বুকের ভেতর
জেগে উঠছে নীল সাগরের মুগ্ধমায়া।
কোথাও যেন ঝাউয়ের বিচে হাঁটছ তুমি,
কোথাও যেন ঢেউ ভাঙা ঢেউ এবং তুমি,
বালির বুকে পড়ছে তোমার নরম ছায়া।
কোথাও সাদা উত্তরীয় উড়িয়ে দিয়ে,
কোথাও রাঙা আঁচলখানা ছড়িয়ে দিয়ে
হাতছানি দাও ভ্রামণিকের চোখের কোণে।
কোথাও গভীর গোপন থেকে জেগে উঠে,
কোথাও জেলের নৌকা ধরে লাফিয়ে উঠে
খেলে যাচ্ছ অনন্তকাল আপন মনে।
সাদা বালির পাশে বসে আজ বিকেলে
দেখছি কেমন রাধানগর ঢেউয়ে দোলে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴