রাত গভীর হলে/ভাস্বতী রায়
রাত গভীর হলে
ভাস্বতী রায়
===========
কোন কোন রাত বড্ড বেশী দীর্ঘ হয়
ঘড়ির টিকটিক আওয়াজও বেসুরো লাগে
নির্ঘুম রাতে সঙ্গী হয় জোনাকিরা
মেঘহীন আকাশের জোছনা
শোনায় ঘুম পাড়ানিয়া গান।
রাত গভীর হলেই
সব গ্লানি মেশে নিকষ আঁধারে
অবুঝ স্মৃতিরা হাত বাড়িয়ে
শুধু তোমায় খোঁজে।
মন কেমনের রাতে
তোমার স্মৃতিরা ভিড় করে
রাত তারারা ঢেকে যায়
অচেনা কালো মেঘে।
মন কেমনের রাতে
চলে যাই খোলা ব্যালকনিতে
বৃষ্টি ছটায় ক্লান্তি ভেজায়
বিষণ্ণতা কাটে অন্ধকারে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴