সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
14-May,2023 - Sunday ✍️ By- সঞ্জয় সোম 264

রবীন্দ্রনাথ : দুটি কবিতা/সঞ্জয় সোম

রবীন্দ্রনাথ : দুটি কবিতা
সঞ্জয় সোম 
-----------–-----------------

রবীন্দ্রনাথ, আপনাকে


"তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি"

কী লিখি কবি আপনাকে?

ছোট থেকে সন্দেহ করেছি আপনাকে

অনেকের সঙ্গে গলা মিলিয়ে
                              বুর্জোয়া কবি বলে 
অজস্র গালমন্দ করেছি আপনার 
                     

আপনাকে চিনতে
পঞ্চাশ বছর কেটেছে আমার

আপনার "গীতবিতান" 
চোখ খুলে দিয়েছে আমার 

অনেক পরে চিনতে শিখেছি আপনাকে 

আমাদের চেতনায় আপনি লীন হয়ে আছেন

আমাদের পথ দেখিয়ে
                   আলোর পথে নিয়ে চলুন 

আপনি দিয়েছেন বিশ্বপ্রেমবোধ

ইচ্ছে করে বলি
                 আমাদের জীবনে

প্রত্যেকটা দিন যেনো
পঁচিশে বৈশাখ হয়ে আসে

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
বিশ্বাস করুন রবীন্দ্রনাথ

বিশ্বাস করুন রবীন্দ্রনাথ
"আলোকের এই ঝর্ণাধারায়"-এর অর্থ
                      বয়স ষাট পেরিয়েছে তার পর বুঝেছি

সবটা বুঝেছি সে দাবি আমি করছি না 

তুমি বললে ভালোবাসবে না, বললাম বেসো না

আমি আজও তোমার জন্য ফুল তুলেছি

তুমি বললে ভালোবাসবে, বললাম বেসো

বিশ্বাস করো,পুজোটুজো আমার তেমন আসে না 

তুমি বললে ছোঁবে না, বললাম ছুঁয়ো না

তোমার জন্য আজও টগর ফুল তুলেছি

তুমি টগরের সুগন্ধ হয়ে এসো

আপনি রবীন্দ্রনাথ আপনি খোলা জানালা
খোলা জানালা মানেই আপনি

আমি মনে করি,আপনি টগরের থেকেও সুগন্ধ
শিউলির থেকেও শুভ্র
                               এবং সহস্র আলোর ঝর্ণা 

আপনাকে ভাবতে ভাবতে,আমারও
                                           ক্ষণেক্ষণে জন্ম হচ্ছে

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri