রবিঠাকুরকে/মালবিকা চাকী
রবিঠাকুরকে
মালবিকা চাকী
-------------------
সেই কিশোর বেলায় প্রথম যেদিন নিরুপমার মৃত্যুতে হাপুস নয়নে কেঁদেছিলাম সেদিন থেকেই একটা প্রশ্ন মনের ভেতরে ঘুরপাক খায় - তুমি কি নিরুপমাকে হারিয়ে দিতে চেয়েছ? নাকি তার নীরব প্রতিবাদের মধ্যে দিয়ে তাকে জিতিয়ে দিলে?
তোমার কলম কি পারত না চারু কিংবা মৃণালের মতো নিরুপমার মুখে প্রতিবাদের ভাষা জোগাতে? নাকি নারী জীবনের চূড়ান্ত ভবিতব্যই নিরুর জীবনে ঘনিয়ে এনেছিলে! তুমি চাইলে হয়তো নিরুপমা বেঁচে যেত, কিন্তু তা তুমি তা করনি। পরিবারের কাছে, আপনজনের কাছে চূড়ান্ত অবহেলার পাত্রী হয়ে তোমার নায়িকাকে বাচিয়ে রাখতে চাওনি বলেই হয়ত তার এই পরিণতি হয়েছিল।
কিন্তু আজকের নিরুপমাদের কি হবে ঠাকুর? তাদের পরিণতি তো তোমার নিরুপমার মতো হয় না।সমাজের, প্রিয়জনের অবজ্ঞার পাত্রী হয়েও তাদের জীবন সংগ্ৰাম চালিয়ে যেতে হয়। কোনও রবিঠাকুর তাদের মুক্তি দেয় না। তুমি কি পার না আর একবার তোমার কলমে এদের জিতিয়ে দিয়ে বারবার হেরে যাওয়ার লজ্জা থেকে নিস্তার দিতে। অনেক তো হল!আর কত? এবার না হয় নিরুপমারা চিৎকার করে বলুক - ".আমরা আর কোনও কিছুরই বিনিময়ে নিজেদের অধিকার, হাসি কান্না, ভালোলাগা ভালোবাসা, বিসর্জন দেব না।" শুধু একবার তুমি কলম ধর।তোমার কলমে জীবনের নতুন দিশা খুঁজে পাক আজকের নিরুপমারা।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴