রণজিৎ কুমার মিত্র-র আলোচনায় অভিজিৎ দাস-এর বই 'তিস্তা উৎস থেকে মোহনা'
রণজিৎ কুমার মিত্র-র আলোচনায় অভিজিৎ দাস-এর বই 'তিস্তা উৎস থেকে মোহনা'
তিস্তা নদী উত্তরবঙ্গের জীবনরেখা। সিকিম হিমালয় থেকে বাংলাদেশ, দার্জিলিং- জলপাইগুড়ি- কুচবিহার জেলার বিস্তৃত অঞ্চল নিয়ে পাঁচ হাজার বছরেরও বেশি এই পুরনো নদী বয়ে চলেছে। 'তিস্তা উৎস থেকে মোহনা' গ্রন্থের লেখক অভিজিৎ দাস জানিয়েছেন 'তিস্তা একটি নদী। তবে শুধু নদী নয় তিস্তা একটি আবেগ।' ভৌগোলিক নদী ও ভাবাত্মক নদীতে পরিণত হয়ে যায়। দীর্ঘ সাড়ে আট বছর তিস্তাকে নিবিড় পর্যবেক্ষণ করে অভিজিৎ এই গ্রন্থটির প্রণয়ন করেছেন। তিস্তা নদীর জলসম্পদ, জীববৈচিত্র্য, নদীকে কেন্দ্র করে জীবন -জীবিকা, লোকসংস্কৃতি, যানবাহন, তিস্তা নদীর বহুবিধ বিষয় নিয়ে অভিজিৎ বয়ন করেছেন তিস্তার মহা আখ্যান। শুধু তথ্য বইটিকে ভারাক্রান্ত করে দেয়নি, রচনাশৈলীর গুণে, তিস্তা নদীর বহু বাচিকতা বইটিকে তিস্তার স্রোতের মতোই আগ্রহের সাথে টেনে নিয়ে যায়। পুরাণ- কিংবদন্তি- ইতিহাসের তিস্তা কখনো যৌবনবতী প্রেমিকা, কখনো বুড়ি তিস্তা, জীবনদায়ী তিস্তা, রাক্ষুসী তিস্তা। পাহাড় থেকে সে নেমেছে সমতলে, উজান থেকে ভাটিতে। ভারত ও বাংলাদেশের তিস্তা অববাহিকার বিরাট অংশ মানুষ ও অন্যান্য জীবকূলের বিরাট আশ্রয়। স্রোতস্বিনী তিস্তাতেও পলি পড়ে, শুকিয়ে যায়, জেগে ওঠে চর, ধু-ধু নিধুয়া পাথার। লেখক অভিজিৎ তিস্তা নদীকে কেন্দ্র করে বহুবিধ বিষয়ের অবতারণা করেছেন যা শুধু অতীতের নয় বর্তমানের ও। নদী বিশেষজ্ঞদের অভিমত সহ নদী নিয়ে কথাসাহিত্য কোন কিছুই বাদ যায়নি। চারুচন্দ্র সান্যাল থেকে দেবেশ রায়ের রচনার পাঠ অভিজ্ঞতার সঙ্গে অভিজিতের নিজস্ব অভিজ্ঞতার সংযোজন ও অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে লিখিত। তিস্তাকে নিয়ে উপন্যাস দেবেশ রায়ের 'তিস্তা পারের বৃত্তান্ত' ও 'তিস্তা পুরাণ' এবং অরুন কুমার নিয়োগীর 'রাক্ষুসী তিস্তা' নিয়ে আলোচনা অংশটিতে লেখকের তিস্তা নদীর 'প্রাকৃতিক ও মানবিক নিসর্গ' সন্ধান স্পষ্ট হয়ে উঠেছে। তবে তিস্তাকে নিয়ে আরেকটি উপন্যাস অশোক বসুর 'তিস্তা তোমার সঙ্গে' স্থান পেল না কেন? হয়তো লেখাটি অভিজিতের নজরে আসেনি। এই গ্রন্থটির তথ্যসূত্র অত্যন্ত মূল্যবান। তিস্তা নদীকে নিয়ে এই তথ্যপঞ্জীটি তিস্তা নদীর সম্পর্কে আগ্রহী সাধারণ পাঠক থেকে গবেষকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় বলে গণ্য হবে। বইটি তিস্তার বহুবিধ বিষয় নিয়ে ১৫টি অধ্যায়ে বিভক্ত। তিস্তা নদীকে নিয়ে নানা সমস্যার কথাও এই বইটিতে গুরুত্ব সহকারে আলোচিত, বিশেষ করে তিস্তা ব্যারেজ হবার পর ভূ-বৈচিত্র, জীববৈচিত্র্য ইত্যাদির ক্ষেত্রে নানা সংকট, জলবন্টন নিয়ে সমস্যা। এই সমস্যাগুলি নিয়ে বহু আলোচনা এবং তর্কবিতর্ক চলছে। বর্তমানে আন্তর্জাতিক নদী সমস্যায় যে নদীগুলি চিহ্নিত তার মধ্যে তিস্তা অন্যতম। অভিজিৎ এইসব সমস্যার কিছু সমাধানের কথাও বলেছেন, সেগুলিও ভেবে দেখবার মতো। লেখক অভিজিৎ দাসের নিজস্ব ভাবনার আঙ্গিকে তিস্তা যেভাবে ধরা দিয়েছে তাতে গ্রন্থটি সম্পর্কে পাঠকের আগ্রহ জন্মানো স্বাভাবিক।
তিস্তানদীকে নিয়ে যে সমস্ত বইপত্র ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেই তালিকায় অভিজিৎ দাসের 'তিস্তা উৎস থেকে মোহনা' গ্রন্থটিও অত্যন্ত মূল্যবান সংযোজন। তিস্তা নদীকেন্দ্রিক সমস্যা গুলির যথার্থ সমাধান হোক। তিস্তার বহমানতা সজীব প্রাণবন্ত রাখুক তিস্তা পারের জীবনকে।
তিস্তা উৎস থেকে মোহনা: অভিজিৎ দাস।এখন ডুয়ার্স, জলপাইগুড়ি 2019। ISBN 978-81-939910-2-2 ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴