যে সময় পেরিয়ে চলেছি/কাকলি মুখার্জি
যে সময় পেরিয়ে চলেছি
কাকলি মুখার্জি
বাজার জুড়ে ক্ষয় রোগের ওষুধের আকাল,
মৃত্যু অবশ্যম্ভাবী।
আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়,
এ পাঁচালীর সাথে ওঠাবসা নিয়মিত।
অন্ধকার খুঁড়ে আনা গলিপথ ,
আড্ডার সেরা ঠেক।
আর একবার জলের জন্য চীৎকার করলে,
মুখের রা কেড়ে নেবে অ-পরিচিত কেউ।
সারমেয়র টানা হ্যাঁচড়ায়,
ভাগাড়ে পড়ে থাকবে জীবন্ত লাশ।
আদ্যোপান্ত শেষের দড়িতে ঝোলা সময়,
দুঃশ্চিন্তা মাপছে ক্রমাগত।
সোচ্চারিত মুখ অ্যাসিড চুম্বন হজম করে নেয়।
বস্ত্রহরণের সুখে উল্লাসিত ঘুণের দল,
আঙুল তুলবে,গলা উঁচিয়ে ঘোষণা করছে তার প্রতাপ।
চুপ করো, উচিত কথা বলার শক্তি এখন ভ্যান্টিলেশনে।
যেমন করে অজান্তেই,
গর্ভে নষ্ট হয় বীজ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴