যন্ত্রণার অরণ্য /উত্তম দেবনাথ
যন্ত্রণার অরণ্য
উত্তম দেবনাথ
--------------------
অরণ্যে এলে
একান্ত নিজের কথা খুব মনে পড়ে
সারা শরীরে সূক্ষ উপলব্ধি গুলো অঙ্কুরিত হতে হতে
মন সবুজ ঘাস হয়ে শুয়ে থাকে মৃত্তিকাকে জড়িয়ে ধরে।
আকাশকে জানতে জানতে
বুকের কোণে হাজারো বীজ-কথা জমতে থাকে
বৃষ্টিকে মনে প্রাণে কামনা করে নিজেকে আরও লাবণ্যময়
করে গড়ে তোলে সবুজ হৃদয়ে অসহ্য সহস্র ক্ষত লুকিয়ে...
অরণ্যে এলে
দু-চোখের জলে অব্যক্ত যন্ত্রণা গুলো অঙ্কুরিত হতে থাকে..
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴